যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সাদা জিনসে আমার আস্থা নাই, ছিল না কোনকালে
অথচ ঘরদোরে পর্দা লেগেছে রঙিন আমার শার্ট আর তোমার শাড়িতে
বীভৎস রোদ্দুর সোজা-সাপটা বলে দিচ্ছে
জগতের সকল কেতাদুরস্তকে নগ্ন করে ছাড়তে
সকল দরজায় উড়বে দোষানলের আঁচল
বদ্ধ থাকবে প্রবেশ!
এখন সাদা জিনসে আমার আস্থা জন্মেছে
একমাত্র এই পুরুষ্টুতার ঠোঁটে নির্ভার সওদা হতে পারে
আমার অলিন্দে ঘুমানো রাজহাঁস তোমার ছোঁয়া মাড়িয়ে
বেঘোরে ঘুমাবে বিশ্রুত জনাঞ্চলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।