Footprint of a village boy! পূর্ব নির্ধারিত ভ্রমণের সঙ্গী হল প্রিয় ক্ষয়িষ্ণু স্মৃতিরা পকেট হাতড়ে বুঝা গেল – লাইটার পড়ে আছে অগোছালো টেবিলে ভ্রমণে আরো সঙ্গী হল এক প্যাকেট অস্পৃশ্য সিগারেট। ঢুলোঢুলো আলোর কামরায় বিদ্রুপের হাসি হাসছে প্যাকেটটি আঙ্গুলে শিহরণ উত্তাল যৌবনের, কামনার তৃষ্ণায় সংকুচিত দু’টি ঠোঁট। খুঁজে ফিরি একটি যাদু অথবা দেয়াশলাই বাক্স অপেক্ষা মিলনের, আঙ্গুলে ছন্দিত পেষনের। সিগারেটের ঘ্রাণে ভরা মাতাল বাতাস, ট্রেনের দরজা ঘেষে উত্তরে দক্ষিণে ডানে বামে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছে এক সময়ের চিরচেনা চৌকাঠে; ঘুমন্ত তোমার চোখ দু’টি ছুঁয়ে শুদ্ধ হয়েছে প্রেমে। এত বছরে বদলে গেলনা কিছু স্থির বিন্যাসে নিশ্চুপ মাঝরাতে চুপি চুপি বলে গেল বাতাস ভালবাসি তোমায় আজও একাকীত্বে খুব গোপনে। সিগারেটের প্যাকেটটি খালি হতে বেশী দেরি নেই ভোরের ম্রিয়মান আলো চোখের সামনে, তুমি হয়তো আছো এখনো ঘুমে! ট্রেন থেমে গেছে, খালি প্যাকেটটিতে স্মৃতি ভরে অযত্নে ছুড়ে ফেলি সমান্তরাল লাইনে একটু পড়েই হারিয়ে যাব জীবনের চাষাবাদে পড়ে থাকবে শুধু প্লাটফর্মের কাছে স্মৃতি ভরা সিগারেটের প্যাকেট তোমার মুখখানি ভালবেসে খুব গোপনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।