আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই ভালবেসে যেও................

জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... তোমাকে দেখেছিলাম ,পড়ন্ত বিকেলের আলোয়.......... ঝিরি ঝিরি বাতাস,যখন তোমার কপালের চুল গুলো উড়িয়ে নিয়ে ছিল আমি আনমনে তোমার দিকে তাকিয়ে ছিলাম। তুমি বললে ” কি দেখছো এমন করে?”, আমি পড়ন্ত আলোয় আমার ভালবাসার পৃথিবীটা দেখেছিলাম। আর বলেছিলাম “ তুমি তোমার মত করে সাজিয়ে নিও আমার পৃথিবীট “ আর শুধুই ভালবেসে যেও.....শুধুই ভালবেসে যেও.।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।