কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
অনেক দিন আগে কার কন্ঠে গানটা শেষ বার শুনে ছিলাম মনে নেই । তবে আজ অজয় চক্রবর্তীর কন্ঠে শুনে আপ্লুত হলাম। প্রতিটা কথা বারে বারে শোনাতে ইচ্ছে করছে নিজের ভালবাসার মানুষকে, কিন্তু সেটা করা যাচ্ছে না। আপাতত আপনারাই শোনেন । হয়ত ভালো লাগবে।
তবে আমার মনে হয় এই গানটা অনেকেই শুনে থাকবেন। হয়তো অনেক পোস্ট ও হয়েছে। তার পরেও গান কখনো মলিন হয় না।
যদি আবার জন্ম নেই বৃষ্টি হয়ে,
ঝড়ব তোমার বুকে এসে।
তোমাকে যাব আমি ভালবেসে।
যদি আবার জন্ম হয় আলো হয়ে
পড়ব তোমার মুখে ভেসে
তোমাকে যাব আমি ভালবেসে।
রাত হয়ে যদি আমি আসি ফিরে,
রঙিন স্বপ্ন দিয়ে রাখব ঘিরে।
বাতাসের সাথে যদি থাকি মিশে,
তোমাকেই ছুয়ে যাব ভালবেসে।
যদি আবার জন্ম নেই বৃষ্টি হয়ে,
ঝড়ব তোমার বুকে এসে।
তোমাকে যাব আমি ভালবেসে।
ঢেউ হয়ে যদি আসি দোলাব তোমায়।
সুর হলে দেব পাড়ি গানের ভেলায়।
আবার জন্ম নিলে এই মাটিতে,
দেখা হবেই জানি তোমার সাথে।
এক মন নিয়ে ফিরে নতুন বেশে
তোমাকে ই যাব আমি ভালবেসে। ।
তোমাকে ই যাব আমি ভালবেসে।
গানটি শুনতে............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।