আমাদের কথা খুঁজে নিন

   

ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই।।

চিরদিনই তোমারই তো থাকব!

ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই। পথ ছেড়ে যেতে পারো দূরে, অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর, ঢেউয়ে ঢেউয়ে গোধূলীতে সেও ফিরে তীরে। জোছনার দীপালিতে ব্যথাগুলো, মুছে গেছে, আর যেন নেই নেই! মুছে গেছে, আর যেন ব্যথা নেই। । ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই।

সবুজের কাছে সমঝোতা ছিঁড়ে, এসেছিল ঝড়, শাখা-প্রশাখার সাথে ঝরে গেছে অবুঝ পাতা। তবু শেকড়ের মায়াজালে, রয়ে গেছে সে। সূর্যের আদরে ব্যথাগুলো, মুছে গেছে, আর যেন নেই নেই! মুছে গেছে, আর যেন ব্যথা নেই। । ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই।

সেই বয়ে যাওয়া সাগরে, ঝরে যাওয়া সবুজে, প্রেম ছুঁয়েই, পাখিদের ডানায় ভেসে, ফিরে আসো, ফিরে আসো, যেখানে তোমার আমি সেই! ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই। পথ ছেড়ে যেতে পারো দূরে, অভিমানে দেবে পাড়ি পুরোটা সাগর, ঢেউয়ে ঢেউয়ে গোধূলীতে সেও ফিরে তীরে। জোছনার দীপালিতে ব্যথাগুলো, মুছে গেছে, আর যেন নেই নেই! মুছে গেছে, আর যেন ব্যথা নেই। । ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই।

। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।