স্বপ্নকে ছুঁয়ে দিতে চাই না, স্বপ্নকে গড়তে জানি না তাই স্বপ্নে বিভোর থাকি না। কী বলবে আমায় ভালবেসে চোখের পাঁপড়ি যখন ছুঁয়েছে তোমাকে মনের ভেতর দহন ভীষণ তোমারি কাছে এসে- নীল ঠোটে মরণ সপন করছে খেলা তখন ছুঁয়েছো আমাকে কী বলব তোমায় ভালবেসে তোমারি জন্য আছি বসে মেঘের পাদদেশে- তোমারি কাছে এসে, তোমাকে ভালবেসে। --- তানভীর আহমেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।