আমাদের কথা খুঁজে নিন

   

কারেন্ট জাল পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত

মানুষ হিসেবে মাথা উচুঁ করে থাকতে চাই। স্বরূপকাঠীতে ১০ লক্ষাধিক টাকার কারেন্ট জাল পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার মিয়ারহাট বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ এর খবর পেয়ে প্রায় দশ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত মিয়ারহাট বাজার থেকে দশ লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করেন। কারেন্ট জালের মালিক বা সংগ্রহকারী তার পূর্বেই পালিয়ে যাওয়ায় কাউকেই আটক বা জরিমানা করা যায়নি। মালিক বা সংগ্রহকারী পাওয়া না যাওয়ায় বাজরের খেয়া ঘাট সংলগ্ন মাঠে সম্পূর্ণ জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশ মোতাবেক মৎস কর্মকর্তা মো: ফিরোজ মিয়া, সুটিয়াকাঠী ইউনিয়ন ভ’মি উপÑসহকারী কর্মকর্তা মো: শাকিল আহমেদ ও কর্তব্যরত পুলিশ সদস্যগণ বাজারের উপস্থিত ব্যাবসায়ীদের উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলেন। এরপর ভ্রাম্যমান আদালত বাজারের বেকারী ও বিস্কুট কারখানায় যাবার সিদ্ধান্ত নিয়ে সেখানে যাবার আগেই সেগুলো বন্ধ করে মালিকরা পালিয়ে যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।