আমাদের কথা খুঁজে নিন

   

কারেন্ট বিল

আমার সম্পর্কে আমিই জানিনা আবুল সাহেব রাতে বাড়ি ফিরতেই তার স্ত্রী আদুরে ভঙ্গিতে তার গলা জড়িয়ে ধরলেন। ফিসফিস করে বললেনঃ আমার মনে হয় আমার একমাস চলছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে নিশ্চিত হওয়ার জন্য। এই শোন, আমরা কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে বলব না। ঠিক আছে? স্বামী স্ত্রী খুশি মনে ঘুমাতে গেলেন ।

পরদিন আবুল সাহেব অফিসে যাওয়ার পর একটা ফোন আসল বিদ্যুত্ অফিস থেকে। ♣হ্যালো! --কে? মিসেস আবুল? ♣হ্যাঁ, বলছি। --ম্যাডাম, আপনার একমাস হয়ে গেছে.... মিসেস আবুল অবাক হয়ে গেলেন !!! ♣আপনারা কোথা হতে জানলেন? --আমাদের ফাইলে লেখা আছে ম্যাডাম ♣কিন্তু কিভাবে?? আপনারা জানলেন কিভাবে??? --আমাদের নিজস্ব পদ্ধতি আছে ম্যাডাম। বিভ্রান্ত হয়ে তিনি বললেন, ♣ঠিক আছে, আমি আমার স্বামীর সাথে কথা বলে নেই। রাতে আবুল সাহেব সব শুনে তো ক্ষেপে গেলেন! পরদিনই গেলেন বিদ্যুত্ অফিসে, ♣আপনারা নাকি জানেন আমার স্ত্রীর একমাস হয়ে গেছে? --জী স্যার।

জানাটাই তো আমাদের কাজ । শান্তভাবে বলল তরুণী রিসেপশনিস্ট । ♣তা কিভাবে জানলেন থমথমে মুখে বললেন তিনি --শান্ত হোন স্যার ! আপনার শুধু বিলটা দিয়ে দিলেই চলবে। ♣আর যদি না দেই ? --সেক্ষেত্রে স্যার আপনারটা কেটে দেয়া ছাড়া আমাদের কিছু করার নেই ! ♣বটে! তখন আমার স্ত্রীর কি হবে? --উনার তখন মোমবাতি ব্যবহার করতে হবে ! ওরে লুল রে লুল ...খিক খিক খিক.....হো হো হো...... প্রিয় পাঠক, আপনারা যদি কেউ ওয়েব ডিজাইন অথবা ওয়েব প্রোগ্রামিং শিখতে চান তাহলে এই সাইটটি http://tutorialsbox.net/ দেখতে পারেন। আশা করি আপনাদের ভাল লাগবে।

ধন্যবাদ http://tutorialsbox.net ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।