যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
টিভিতে রাজনীতি দেখতেছি। কারেন্ট গেলো। কি আর করুম? অন্ধকারে একটা কাজই আমি ভালো করতে পারি, সেটা হলো সাওয়ার। ঢুকলাম। ঘসেমেঝে গোছল করে দেখলাম আধঘন্টা মাইনাস করা গেছে।
আরো আধঘন্টা কাটাতে হবে। কাজেই কম্পিউটারের বাকিটুকু চার্জ মাইনাস করলাম। এবং কারেন্ট আসলো।
টিভি অন করলাম। রাজনীতি চলতেছে।
মাঝখানে একঘন্টার সিন যাবার কথা। কিন্তু যায় নাই। কারেন্ট যাবার আগে যেখানে ছিলো সেখান দিয়েই শুরু হলো। খুশীতে তা থই থই অবস্থা।
এরপর রাজনীতি শেষ হলো।
বাই ডিফল্ট স্টারপ্লাসের নাটক দেখতেছি। এবং আবার কারেন্ট গেলো। কম্পিউটার নিয়া বসলাম। চমৎকার কিছু পোস্ট পড়তে পড়তে কেমনে যে একঘন্টা গেলো টের পেলাম না। আলিম আল রাজি, কালিদাস, ফিউশন ফাইভ একেবার মন্ত্রমুগ্ধ করে রাখলো।
কারেন্ট এলো। টিভির সামনে বসলাম। ভাবলাম স্টারপ্লাসের নাটক তো আর থেমে থাকবে না। কিন্তু অবাক কান্ড, মনে হলো সেই একই নাটক দেখতেছি, একই ঘটনা এবং একই পাত্রপাত্রি। ধন্যবাদ দিলাম আবারো কারেন্টকে।
মাঝখানে এক ঘন্টা গেলেও টিভির ঘটনা এক ঘন্টা আগায় না বুঝলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।