৩ দিন ধরে মটেই কারেন্ট থাকেনা। বিষেশ করে ৭ তারিখ কিছুক্ষণ কারেন্ট থাকে আবার চলে যায়। লোকে বলে না “মুষল ধারে ব্রিষ্টি পড়ছে” ঠিক সেরকম। ৫ মিনিট এর জন্য কারেন্ট আসে আবার যায় ১৫ মিনিট এর জন্য। আবার কালকে রাত ১টা থেকে ৫টা পর্যন্ত কারেন্ট ছিল না।
আজকে ১ ঘন্টা কারেন্ট থাকে তো ২ ঘন্টার জন্য নেই। কালকে কী হবে আল্লাহই জানে। আসা করি কারেন্ট এর অবস্থার কিছু উন্নতি হবে। এভাবে আরো সাড়ে ৪ বছর গেলে তো জনগণ খেপে যাবে। দেশে একটা অক্টপাস থাকলে সেও মনে হয় বলতে পারত না কখন এদেশের উন্নতি হবে।
কিছুদিন আগে তো একটু হলেও ভাল ছিল। আর এখন। ছি...ছি...ছি... বিদেশীরা কি সুন্দর জীবন কাটান আর আমরা। দেশটা যদি Britain এর মত সুন্দর হত? এসব চিন্তা করে আর লাভ কি। যা অবস্থা তাতে এশব চিন্তা বেকার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।