বুধবার সকালে উপজেলার ধানশাইল বাজার কালিমন্দিরে এ ভাংচুর হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইগাতী থানার ওসি বেলাল উদ্দিন তরফদার সাংবাদিকদের জানান, ধানশাইল গ্রামের দ্বাদশী রানী বর্মণের (৬০) প্রায় ৪ একর জমি দীর্ঘদিন থেকে জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছিল একই গ্রামের প্রভাবশালী আবু বক্কর সিদ্দিক।
মঙ্গলবার রাতে দ্বাদশী রাণী বর্মণ সেই জমির ওপর একটি দু’চালা টিনের ঘর নির্মাণ করেন।
খবর পেয়ে ভোররাতে আবু বক্কর সিদ্দিক ও তার লোকজন দ্বাদশী রানী বর্মনের ঘরটি ভেঙ্গে তাদের বাড়িতে নিয়ে যায়।
এ সময় আবু বক্কর সিদ্দিক ও তার লোকজন দ্বাদশী রানী বর্মণকে খোঁজাখুজি করতে থাকলে তিনি কালীমন্দিরে গিয়ে আশ্রয় নেন।
ওসি জানান, পরে সেখানেই গিয়েই প্রতিপক্ষের লোকজন দ্বাদশী রানী বর্মণকে লাঞ্চিত করে এবং মন্দিরে রাখা একটি সরস্বতী প্রতিমা ভাংচুর করে।
এ ঘটনায় আকমল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি বেলাল।
খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।