মঙ্গলবার দুপুরে কসবা কাচারীপাড়া এলাকায় ‘হর্স পাওয়ার ড্রিংকস’ কারখানা থেকে পানীয়সহ বিভিন্ন সরঞ্জামও আটক করা হয়।
শেরপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, কাচারীপাড়ার আব্দুর রহমানের বাড়িতে এ কারখানা রয়েছে।
সেখান থেকে ২৮টি কার্টনে ৮৭০ বোতল নকল হর্স পাওয়ার ড্রিংকস এবং হর্স পাওয়ার তৈরিতে ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর, ড্রামে রক্ষিত হর্স পাওয়ার ড্রিংকস ও কেমিক্যাল উদ্ধার করা হয়।
এছাড়া হর্স পাওয়ার ড্রিংকস লেখা নতুন ছাপানো ৬০০টি লেবেলও উদ্ধার করা হয়।
সেখান থেকে ওমর ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর ডিবি পুলিশের এএসআই লাল মাহমুদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।