আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল শিল্পকলা একাডেমীতে ‌'চলচ্চিত্র পাঠচক্রে’র সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠান

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত ৩ মাসব্যাপি ‘চলচ্চিত্র পাঠচক্রে ’র সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০১২, মঙ্গলবার, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক কামরুন নাহার, অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র গবেষক ও অধ্যাপক ফাহমিদুল হক এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির উপদেষ্টা শিল্পী সব্যসাচী হাজরা। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। সমাপনী অনুষ্ঠানের আলোচনার পর পাঠচক্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করবেন উপস্থিত অতিথিবৃন্দ।

এরপর প্রদর্শন করা হবে চলচ্চিত্র পাঠচক্র নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র এবং পাঠচক্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নির্মিত ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সমাপনী অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য যে তিনমাস মেয়াদী এই চলচ্চিত্র পাঠচক্রটি ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে এবং এই আয়োজনে যৌথভাবে সহযোগীতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। পাঠচক্রটি গত বছর ২৮ অক্টোবর শুরু হয়েছিল। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বিকাল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।