আমাদের কথা খুঁজে নিন

   

আশির দশকের পটভূমি

শাফিক আফতাব------------ দুধের সাথে কলা গুলিয়ে খেতো রহিম মিয়ার ছেলে মেঘার দোকানে ; নিম্নবিত্তের বাজারে হাভাতে মানুষের পোলারা দেখতো চোখে লেগে, কুকুরের মতোন লেজ নেড়ে জিহ্বার পানি ফেলাতো লালসার মনে- রহিম মিয়ার ছেলে ধীরে খেতো দুধকলা, গোফের সাথে মেখে। কী নিদারুণ আকালে কাল, আশির দশক তখন, এরশাদ মামার কাল ; জিয়াউরের খালে তখন মাছ কেবলি, এরশাদ পায় পল্লিবন্ধুর খেতাব, উন্নয়ণের ছোঁয়া লাগেনি গ্রামেগ্রামে, সুদেরা লুটেরার ফেটেছে কপাল- দুর্ভিক্ষ বলা যায় প্রায়, মানুষ যখন না খেয়ে কাটায় দিন, হলুদ প্রসাব। রহিম মিয়াদের ছেলে, টোল তোলে, লুট করে, ঘুষের ভাগ বাটোয়ারা ; আর দুধের সাথে কলা গুলিয়ে খায় হাটবারে মেঘার খোলা চায়ের স্টলে, হাভাতে প্রান্তিক মানুষেরা পেটের ক্ষুধায় দিশেহারা- পুজিবাদীরা রঙিন সিনেমা দেখে শিতাতপনিয়ন্ত্রিত সিনেমা হলে। আশির দশক চলে গেছে, ঘুরেফিরে আসে প্রান্তিক শোষণের দশক ; রহিম মিয়ার ছেলেরা দুধকলা খায়, আর জন্ময় শিক্ষিতশোষক। ০২.০৭.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।