আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জন্ম আশির দশকে

পড়ছি বেশি, লিখছি কম...

আমাদের যাদের জন্ম আশির দশকে তাদের মনে একটা হতাশা আছে। আর সবার মত আমার মধ্যেও এ হতাশার পরিমাণ প্রচন্ড। এ জাতির জন্য আমরা কোন ভাল নেতৃত্ব দেখিনি। জন্ম হতে আজ অবধি দেখিনি কোন যোগ্য নেতা আমাদের দিক নির্দেশনা দিচ্ছে। আমরা দেখেছি প্রগতিশীল রাষ্ট্রপতির স্ত্রী খালেদা জিয়া, দেখেছি বঙ্গবন্ধুর মত নেতার কন্যা শেখ হাসিনা, দেখেছি তারেক, দেখেছি আরও কত জনকে।

আমরা আশায় দানা বেধেছি কতবার এই জীবনে। আশাহত হয়ে প্রত্যেককে হতে দেখেছি আত্মগরিমায় ভরা প্রবঞ্চক, কেউ তস্কর, কেউবা লুটেরা অথবা একধারে বহুগুনে গুনান্বিত কেউ কেউ। যোগ্য নেতৃত্বহীনতা আমাদের আত্মবিশ্বাসকে দিনে দিনে মলিন করছে। ব্যক্তিত্বহীনতা গ্রাস করছে আমাদের অবিরাম। কত জন দেশেকে গালাগাল করছে অবিরাম।

সবই হতাশা থেকে। আমরা হতাশা চাই না। চাই সুন্দর সুযোগ্য নেতৃত্বসমৃদ্ধ জাতি। সময় হয়েছে নতুনকে স্বগত জানাবার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.