আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা নামক বস্তু নিয়ে কিছু কথা বলব (বোরিং কিংবা ইন্টারেস্টিং, তবে তা নির্ভর করবে আপনার অভিজ্ঞতার উপর!)

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই ভালবাসার সংজ্ঞা দিয়ে শুরু করি, ভালবাসা হচ্ছে এক কথায় অদৃশ্য অথচ সচ্ছতায় তৈরি এক বস্তু, যা শ্রদ্ধা, আবেগ, সহানুভুতি, স্নেহ, বিশ্বাস এর সমন্বয়ে তৈরি। তবে এই পাচটি ভিত্তির ভেতরে একটি অন্যটির চেয়ে বেশি সত্যরুপে প্রকাশিত হতে পারে সময়, ব্যক্তি ও অবস্থানের ভিন্নতায়। এর প্রকারভেদ, প্রাথমিকভাবে, মানুষ নিজেকে ভালবেসেই পরই অন্যকে ভালবাসার সুত্রপাত করে। এই প্রকারই একমাত্র প্রকার, যেখানে সে পাচটি ভিত্তি সম্পুর্নরুপে পরিলক্ষিত হয় শুধুমাত্র ব্যতিক্রম ব্যতীত। মাধ্যমিক প্রকার, এতে প্রথমে থাকছে পিতামাতার প্রতি ভালবাসা।

এই ভালবাসায় সবচেয়ে বেশি থাকে আবেগ, বিশ্বাস ও শ্রদ্ধা। যে মানুষ তার জন্মের পর প্রথম বাবামায়ের কাছে অবস্থান করে বেশি সময়, তার তার বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তি সবচেয়ে বেশি মজবুত হতে পারে, তবে ব্যতিক্রম হওয়া সম্ভব। সে তার সমবয়সীদের সাথে বন্ধুত্ব করে। বন্ধুদের জন্য ভালবাসা প্রকাশ করেনা অধিকাংশ মানুষই। তবে সেটা চিরন্তন নয়, ব্যতিক্রমীও আছে।

পরিবারের অন্য সদস্যদের জন্যও ভালবাসার বন্ধন তৈরি হয়, তবে সেটার দ্রুততা নির্ভর করে পরিবেশ ও প্রভাবের উপর। এক্ষেত্রে শ্রদ্ধা, আবেগ, সহানুভুতি বেশি থাকে। শিক্ষকের প্রতি ভালবাসা মানুষের মধ্যে অন্যতম লক্ষনীয় ভালবাসা। এতে শ্রদ্ধা ও বিশ্বাস বেশি থাকে। ঈশ্বরের প্রতি ভালবাসা তৈরি হয় এই সময়।

মানুষের ঈশ্বর সম্পর্কে ভালবাসা অনেক সময় অজান্তেই তৈরি হয়। এই ভালবাসা ব্যক্তিবিশেষে ভিন্ন হয়। প্রকৃতির প্রতি ভালবাসা অন্যতম, এতে সবধরনের ভিত্তি সমান থাকে। তবে এ ভালবাসা সবার মধ্যেই থাকে, কম কিংবা বেশি। জন্মস্থান অথবা দেশের প্রতি ভালবাসা মানুষের মধ্যে সুস্পষ্টভাবে দেখা যায় এই সময়ে।

এই ভালবাসায় শ্রদ্ধা ও আবেগ সবচেয়ে বেশি থাকে। সর্বশেষ প্রকার, বিশেষ কোন ব্যক্তির প্রতি ভালবাসা মানুষের মধ্যে যেকোন সময় দেখা দিতে পারে। তবে এক্ষেত্রে শ্রদ্ধা, আবেগ, সহানুভুতি, বিশ্বাস বেশি থাকে। পারিবারিক একটি ভালবাসা এই প্রকারে হল আপন সন্তানদের প্রতি ভালবাসা। এই ভালবাসা প্রত্যেক মানুষের কাছে খুব মুল্যবান।

সমগ্র বিশ্বের প্রতি ভালবাসা এই প্রকারে থাকে, তবে এই ভালবাসা একটু ভিন্ন অন্যগুলোর চেয়ে। এবার কিছু উক্তি দিলাম, পড়তে ভালো লাগবে আশা করি! ভালবাসার স্পর্শে সবাই কবি হয়ে উঠে! ভালবাসা হল এক আত্মার দুই দেহের সমষ্টি। জীবন একটি ফুল যেখানে ভালবাসা মধু! কাউকে ভালবাসা কিছুই নয়, কিন্তু কারো কাছথেকে ভালবাসা পাওয়া অনেক কিছু! ভালবাসা একটি খেলা যেখানে দুজন খেললেও উভয়ই বিজয়ী হতে পারে। পৃথিবীতে কেউ শুধু মানুষ হতে পারে, কিন্তু ভালবাসাই কারো কাছে কাউকে পৃথিবী বানাতে পারে। পৃথিবীতে স্বর্গের নির্দশন হল ভালবাসা।

ভালবাসা চাওয়া ভালো, কিন্তু তা অযাচিত দেয়া আরো ভালো। ভালবাসা সব কিছুকে পরাজিত করতে পারে। কারো কাছথেকে গভীর ভালবাসা আপনাকে শক্তিশালী করবে, আবার কাউকে গভীরভাবে ভালবাসলে সেটা আপনাকে মনোবল দিবে। ভালবাসা কোন প্রশ্ন করেনা, শুধুই সমর্থন করে। স্বপ্নের সাথে ভালবাসার বন্ধুত্ব চিরস্থায়ী।

ভালবাসা এমন এক বস্তু যা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য! সবার জন্যই ভালবাসবার মানুষ থাকে, তবে অধিকাংশ মানুষের জন্য তা দীর্ঘ সময় অজানা হয়ে থাকে। ভালবাসা একটি বস্ত যেটা একাই প্রমান করতে সক্ষম যে সব মানুষের মধ্যেই একটি ভালো সত্তা আছে। ভালবাসার সাথে সাংঘর্ষিকরা হল, ঘৃনা, মোহ, দুরাশা, ঈর্ষা। ভালো থাকুন! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.