যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. আগেই বলে নেয়া ভাল যে বিশ্বের সবচেয়ে বড় সেরা সমুদ্র বন্দরগুলোর বেশির ভাগই চায়নাতে অবস্থিত। আর এগুলো যে শুধু বড় তা নয়; সবচেয়ে ব্যস্থতমও বটে।
আসুন জেনে নেই তাহলে এগুলো বন্দরের খবর।
১। Shanghai (China)
বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দরগুলোর মধ্যে সবার উপরে অবস্থান।
২০১০ সালের পরিসংখ্যান মতে, একমাত্র এই বন্দর (একইসাথে সমুদ্র এবং নদী) থেকেই ২৯ মিলিয়ন টি ই ইউ হ্যান্ডেল করা হয়েছিল। য গত বছর গুলোর তুলনায় অনেক বেশী।
Yangtze নদীকে ঘিরেই এখানে এত বড় ইকোনমিক সমৃদ্ধি গড়ে উঠেছে।
২। Ningbo-Zhoushan (China)
Ningbo এবং Zhoushan এই দুই যৌথ বন্দরকে ঘিরেই এর নামকরণ করা হয় ২০০৬ সালে।
যা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দরগুলোর মধ্যে ২য় অবস্থানে আছে।
৩। Singapore
সিংগাপুর বন্দর বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে যাওয়াতে এখন এই বন্দর বিশ্বের ৩য় অবস্থানে আছে।
সিংগাপুর বন্দরটি ১০০ টির অধিক দেশের ছড়িয়ে থাকা ৬০০ টি বন্দরের সাথে যুক্ত আছে।
৪।
Rotterdam (নেদারল্যান্ড)
সারা ইউরোপের একমাত্র বন্দর যা ৪র্থ অবস্থানে রয়েছে। ১৯৬২ - ২০০৪ সাল পর্যন্ত এই বন্দর বিশ্বের সবচেয়ে বড় বন্দর হিসেবে ১ নম্বর স্থানে অবস্থা করেছিল।
৫। Tianjin (China)
এই বন্দরের অবস্থান Haihe নদীর সাথে। বর্তমানে এই বন্দরের সাথে সারা বিশ্বে প্রায় ২০০ টি দেশের ৪০০ টি বন্দর সংযুক্ত।
পুরো চায়নাতে এই বন্দরের অবস্থান ৩য় তে।
বিঃদ্রঃ মামা থেকে প্রাপ্ত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।