আমাদের কথা খুঁজে নিন

   

ঘোষণা ঘোষণা ঘোষণা বাজারে আসিয়াছে হাসান মাহাবুব লিখিত কাঠপেঞ্চিল প্রকাশিত প্রবেশাধিকার সংরক্ষিত

সাদা পিন বোর্ড কিছু মানুষ আছেন যারা অল্পতেই মনে দাগ কাটে।হামা ভাই কে প্রচণ্ড হিংসা করি তার অনবরত মনে দাগ কেটে যাবার সরল ক্ষমতার কারনে।(তেলের মাথায় তেল দিতাছি ) আমাদের সবার অত্যন্ত প্রিয় এই তরুন লেখক এর আজ প্রথম গল্প সংকলন " প্রবেশাধিকার সংরক্ষিত" প্রকাশিত হল একুশে বই মেলায় কাঠপেঞ্চিল প্রকাশনী থেকে যার মোড়ক উন্মোচন করেন কথা সাহিত্যিক অদিতি ফাল্গুনী। মিসেস হামার প্রাঞ্জল উপস্থিতি মোড়ক উন্মোচন মুহূর্তকে এক চতুর্মাত্রিক রূপে রাঙিয়ে তোলে। ( এইবার দিলাম জুঁই তেল ) আমি আমার সকল পরিচিতদের মুঠোফোনে জানিয়ে দিয়েছি আমার বন্ধু হাসান মাহাবুব এর বই কেনার জন্য নাইলে খবর আচে।(বন্ধু বইলা হামা ভায়ের নাম ভাঙাইয়া নিজেরে গুরুত্বপূর্ণ কুরে তুলার অপচেস্তা ) আমি টুনি , আমেনা ,ফাতেমার জন্য তিন কপি কিনব। ফকিরের মা তার মাটির ব্যাঙ্ক ভাঙছে বলিয়াও অবগত হইছি। আবুলইল্লা তার বউরে হামার বই কিনার আবদার করাতে দরজা বন্ধ কইরা গনুমোল্লার প্রবেশাধিকার সংরক্ষিত কইরা গদাম দিতাছে। বউ খালি হামার বই পড়তে চায়!!!!! ( বিজ্ঞাপনের পাঞ্চ লাইন- লেখাজোকা শামিম ভায়ের এড থেকে মাইরা দিচি ) লেখক কে অভিনন্দন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.