আমাদের কথা খুঁজে নিন

   

‘সালাম অভ্র,সালাম ওমিক্রন ল্যাব,সালাম নবযুগের ভাষাসৈনিক’

‘সালাম অভ্র,সালাম ওমিক্রন ল্যাব’ যাদের কল্যানে আজ আমরা বাংলা ভাষায় ফেসবুক,ব্লগসহ ইন্টারনেটের রাজ্যে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে বিচরণ করে বেরাতে পারছি। ২০০৭ সালে যখন প্রথম ইন্টারনেটের সংস্পর্শে আসি তখন ইমেইল ব্যবহার ও ব্রাউজিং এর মধ্যে এর ব্যবাহার সীমাবদ্ধ ছিল আমার কাছে। আর এর আগে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখা শিখেছিলাম ‘বিজয়’ ব্যবহার করে। বিজয়ের মাধ্যমে প্রথম যখন বাংলা লিখতে শিখলাম তখন যে কি বিস্ময় বোধ করেছিলাম তা বলার মত নয়। কিন্তু বিজয় দিয়ে বাংলা লেখা ছিল নিঃসন্দেহে খুব কঠিন একটি কাজ!যথেষ্ট পরিশ্রম হত বাংলা লিখতে।

তার উপর কিছুদিন বাংলা টাইপ না করলে ভুলে যেতাম বাংলা কী গুলোর অবস্থান। আসলে একই সাথে ইংরেজি ও বাংলা কী গুলোর অবস্থান আলাদাভাবে মনে রাখা সত্যিই বড় কষ্টের কাজ! একদিন আমার এক বন্ধু সন্ধান দিল ‘অভ্র’ নামক এক সফটওয়্যারের। ব্যবহার শুরু করার পর আমার আনন্দ আর দেখে কে!এত সহজেও বাংলা লেখা যায়!যেখানে এতদিন আমি দেহের সমস্ত ঘাম ঝরিয়ে ‘বিজয়’ দিয়ে বাংলা টাইপ করতাম! শুরু হল বাংলা দিয়ে টাইপ করা নিত্যদিন। ফেসবুকে বাংলায় কমেন্ট করতে অন্য রকম রোমাঞ্চ বোধ করতাম। ধীরে ধীরে ফেসবুকের বিরাট একটা অংশ বাংলাময় হয়ে গেল! আমি নিশ্চিত এখন অনেকেই ইংরেজীর পরিবর্তে বাংলা ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।

আমি নিজেই অনেকগুলো ইংরেজি কমেন্টের মাঝে বাংলা কমেন্টগুলোই আগে পড়ি। যেদিন এই ব্লগের ঠিকানা পেলাম সেদিন যেন আকাশের চাঁদ হাতে পেলাম। চারিদিকে বাংলায় বাংলাময়। বাংলায় এত ভাল ভাল লেখা পড়ে আমি বারাবার মুগ্ধ হয়েছি। একসময় আমিও লেখা শুরু করলাম এবং তা বাংলায়! এখন অবস্থা এমন হয়েছে যে কেউ এই ব্লগে ইংরেজি লিখলে অস্বস্তি বোধ করি।

আমার মনে হয় আমাদের সামু ব্লগের এতবেশি প্রসারের জন্য এখানকার বড় মাপের লেখকদের চেয়ে ওমিক্রন ল্যাবের ‘অভ্র’ এর ভূমিকা কোন অংশে কম নয়। আসলে ‘অভ্র’ না থাকলে কি আর বাংলা লেখা এত সহজ হত!!আর তাইতো ‘অভ্র’ নিয়ে আমার এই বিশুদ্ধ আবেগ কাজ করে সবসবময়! ফেব্রুয়ারী মাস আমাদের প্রিয় মাতৃভাষার মাস। আমাদের প্রিয় বাংলা ভাষার মাস। ৫২ সালে সালাম,বরকত,রফিক,জব্বার,শফিকেরা জীবন দিয়ে লড়াই করেছিল বাংলা ভাষার সম্মান প্রতিষ্ঠা করতে। আর আজ এই ওমিক্রন ল্যাব তার ‘অভ্র’ দিয়ে লড়াই করে যাচ্ছে বিশ্বজুড়ে আমাদের প্রাণের ভাষাকে ছড়িয়ে দিতে! তার তাই ভাষাআন্দোলনের এই মাসে ভাষা শহীদদের সাথে সাথে বিনম্র শ্রদ্ধা জানাই ‘ওমিক্রন ল্যাব’ টিমকে! ‘সকল ভাষা শহীদ’ সালাম তোমাদের! ‘সালাম অভ্র,সালাম ওমিক্রন ল্যাব’  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.