আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় সালাম মাগো তোমায় সালাম

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

প্রিয় বাংলাদেশ প্রিয় মাটি প্রিয়তম সোনালী ফসল আমি মাথায় করে রেখেছি চেয়ে দেখেছি অবারিত সৌন্দর্য্য তোমায় সালাম মাগো তোমায় সালাম। বাতাসে দুলে ফসল শতো সহস্র শ্রম ঘামে ভেজা কতো কষ্ট কতো তিতিক্ষা তারপর ঘরে তোলা আনন্দ হাসি গান জীবনের জয়গান চিরায়িত বাংলা তোমায় সালাম মাগো তোমায় সালাম। কাক ডাকা ভোরে ঘুম থেকে জেগে তোমায় দেখি সবার আগে লাঙল জোয়াল কাধেঁ কৃষক গোবর লেপা উঠোন ব্যস্ত মা ব্যস্ত বোন আকাশ ভরা তারা আর সোনালী ফসল মাড়া কোথাও পাবেনা তুমি কোথাও এ আমার চিরায়িত বাংলা তোমায় সালাম মাগো তোমায় সালাম। মেঠো পথ ধরে দুষ্টোমি করে ধূলো মাখা গায় বক ছানা ধরার নেশায় ছুটে যাই বিল থেকে বিলে বাড়ি ফিরে সন্ধ্যা হলে মায়ের বকুনি বাবার আদর আর এ নিয়ে আমাদের সংসার কোথাও খুজেঁ পাবেনা তুমি কোথাও তোমায় সালাম মাগো তোমায় সালাম। শাপলা শালুক তুলে বর্ষাকালে মলা আর ডেলা চড়ূইঁভাতি খেলা কচুঁ পাতায় রেলের দাগ কার্তিক মাসের দিতো ডাক দল বেধেঁ যেতাম পৌষের মেলা চিরায়িত বাংলা তোমায় সালাম মাগো তোমায় সালাম। দাড়িয়াবান্ধা বৌচি কানামাছি আর গোল্লাছুট পাড়ার ছেলেরা হয়ে একজোট হৈহুল্লা কখনো নদীর ধারে ঘুড়ি উড়ানো আর ডাংগুটি খেলা চিরায়িত বাংলা তোমায় সালাম মাগো তোমায় সালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।