আমাদের কথা খুঁজে নিন

   

সালাম সালাম হাজার সালাম :রেইজ ইওর ভয়েস

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদ মহান আত্নাকে সশ্রদ্ধ সালাম জানাই। সালাম জানাই সকল লড়াকু বীর মুক্তিযোদ্ধাদের, দেশের জন্য যারা সর্বোচ্চ মাত্রার আত্নত্যাগ করেছেন। সালাম জানাই সেইসব বোনদের যাদের উপর অমানবিক অত্যাচার হয়েছে, যাদের সুন্দর একটি জীবনের স্বপ্নকে কন্টকময় করে দিয়েছে পাক হানাদারেরা। সালাম জানাই সেইসব পরিবারদের যারা নিঃস্ব হয়েছেন, ঘরবাড়ী পুড়িয়ে দেয়া হয়েছে যাদের নির্বিচারে, বিনা অপরাধে অথবা দেশপ্রেমের পূন্যের কারণে। সালাম জানাই সেইসব বুদ্ধিজীবিদের যাদেরকে শুধুমাত্র মচকানো যায়নি বলে বুলেটের আঘাতে ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে দেহ, একটা জাতির জন্য করা হয়েছে জঘন্যতম আর অপূরণীয় ক্ষতি। সালাম জানাই সেইসব মানুষদের যাদের শুধুমাত্র ধর্মের কারণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে অন্যজায়গায়। অসংখ্য শিশু বাবা হারিয়েছে, মা হারিয়েছে, মায়ের অপমানিত (!?) মুখ দেখেছে, বন্ধু হারিয়েছে। শিশুদের অভিশাপ কোনদিন নিষ্ফল হয়না। সেইসব শিশুদের পক্ষ থেকে, অত্যাচারিতদের পক্ষ থেকে আমি অভিশাপ দেই সেইসব পাকিস্তানী হানাদারদের, কারণ তারা আমার বা আমাদের হাতের নাগালের মধ্যে নেই। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, একজন জল্লাদ অমানুষ ইয়াহিয়া চাইলে সেসময় 30লক্ষ প্রাণের রক্ষা হত, এই একটা মানুষের ক্ষমতার লোভ পুরো একটা জাতিকে সহ্য করতে হলো!! হায় আল্লাহ!! এও সম্ভব!!! আমার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠে, কিভাবে একজন ব্যাক্তির এ্যারোগেন্স এরকম এক ভয়াবহ গণহত্যার কারণ হয়ে দাঁড়ায়!! আন্তর্জাতিক আদালতে এরকম গনহত্যার বিচার েকোন সময়ে সম্ভব; 71 এর গণহত্যায় জড়িত সকল পাকিস্তানীর বিচারের জন্য আসুন আমরা পৃথিবী জুড়ে আমাদের কণ্ঠকে এক করি; [link|http://www.mukto-mona.com/Articles/Raymond_Sulaiman/case_update.htm| A

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.