যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। শহীদ বুদ্ধিজীবিদের মৃত্যুতে মূল ভুমিকা ছিল রাজকারদের। ঠিক তাই, তাদের কথাই বলা হচ্ছে!! জাতি ধ্বংসের সেই তালিকা, তাদের অবস্থা ও হত্যা পরিকল্পনায় সমস্ত রসদ যোগানকারী ছিল আমাদের "পেয়ারের পাক সার জামিন কা জামায়াত!!
যাহোক, ওদের প্রতি ঘৃনা কোনদিন শেষ হবে না।
ঘৃনা উগরানোর উদ্দেশ্য আমার পোস্ট টি নয়। সকল শহীদ বুদ্ধিজীবিকে শ্রদ্ধা জানাতেই এই লেখা। সালাম সালাম, হাজার সালাম........ জাতি তোমাদেরকে হারিয়ে শক্তি হারিয়েছে, কিন্তু তোমাদের অস্তিত্বই দিয়েছিল আবার উঠে দাঁড়ানোর সহঃ! চেতনা যুগিয়েছিল শত হতাশ প্রাণে, তোমাদের যত অর্জন। সৃষ্টিকর্তার শত ভালবাসার এই দেশে তাই আজ ড. ইউনুস রয়েছে, রয়েছে আরো অনেকেই, যারা নিজেদের নিরলস প্রচেষ্টায় নিয়োজিত, এই দেশের মুখ উজ্জ্বলতর করতে। গার্মেন্টস শ্রমিকটি থেকে শুরু করে নাসা বিজ্ঞানীটি পর্যন্ত, চেষ্টা করে যাচ্ছে দেশের নামটি বিশ্বের দরবারে আরেকবার উচ্চারিত করার জন্যে ।
এই প্রেরণা তোমাদের থেকেই পাওয়া .....
কিছুতেই সীমাবদ্ধ করা যায়না, জাতির ততবর দুখ: তোমরা, তোমাদের শত সালাম!! কিন্তু ঠিক ততবরই শক্তি তোমাদের ত্যাগ ....
অসামান্য সেইসব মহামানব এর নামগুলোর তালিকা নিচে দিলাম.... জানুন আর শিখুন আরো নতুন করে ঘৃনা করতে, দায়ীদের....
ঢাকা বিশ্ববিদ্যালয়
১) এ এন এম মুনীর চৌধুরী
২) ডঃ জি সি দেব
৩) মোফাজ্জল হায়দার চৌধুরী
৪) আনোয়ার পাশা
৫) ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা
৬) আবদুল মুকতাদির
৭) এস এম রাশীদুল হাসান
৮) ডঃ এন এম ফয়জুল মাহী
৯) ফজলুর রহমান খান
১০) এ এন এম মুনীরুজ্জামান
১১) ডঃ সিরাজুল হক খান
১২) ডঃ শাহাদাত আলী
১৩) ডঃ এম এ খায়ের
১৪) এ আর খান খাদিম
১৫) মোঃ সাদিক
১৬) শরাফত আলী
১৭) গিয়াসউদ্দীন আহমদ
১৮) আনন্দ পয়ান ভট্টাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়
১৯) অধ্যাপক কাইয়ুম
২০) হাবীবুর রহমান
২১) শ্রী সুখরঞ্জন সমাদ্দার
২২) ডঃ আবুল কালাম আজাদ
সাবেক গণপরিষদ সদস্য
২৩) মসিউর রহমান
২৪) আমজাদ হোসেন
২৫) আমিনুদ্দীন
২৬) নজমুল হক সরকার
২৭) আবদুল হক
২৮) ডাঃ জিকরুল হক
২৯) সৈয়দ আনোয়ার আলী
৩০) এ কে সরদার
সাংবাদিক
৩১) সিরাজুদ্দীন হোসেন
৩২) শহীদুল্লাহ কায়সার
৩৩) খোন্দকার আবু তালেব
৩৪) নিজামুদ্দীন আহমদ
৩৫) আ ন ম গোলাম মোস্তফা
৩৬) শহীদ সাবের
৩৭) শেখ আবদুল মান্নান (লাডু)
৩৮) নজমুল হক
৩৯) এম আখতার
৪০) আবুল বাসার
৪১) চিশতী হেলালুর রহমান
৪২) শিবসদন চক্রবর্তী
৪৩) সেলিনা আখতার
চিকিৎসাবিদ
৪৪) মোহাম্মদ ফজলে রাব্বী
৪৫) আবদুল আলীম চৌধুরী
৪৬) সামসুদ্দীন আহমদ
৪৭) আজহারুল হক
৪৮) হুমায়ুন কবীর
৪৯) সোলায়মান খান
৫০) কায়সার উদ্দীন
৫১) মনসুর আলী
৫২) গোলাম মর্তুজা
৫৩) হাফেজ উদ্দীন খান
৫৪) জাহাঙ্গীর
৫৫) আবদুল জব্বার
৫৬) এস কে লাল
৫৭) হেমচন্দ্র বসাক
৫৮) কাজী ওবায়দুল হক
৫৯) মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
৬০) আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন
৬১) হাসিময় হাজরা
৬২) নরেন ঘোষ
৬৩) জিকরুল হক
৬৪) সামসুল হক
৬৫) এস রহমান
৬৬) এ গফুর
৬৭) মনসুর আলী
৬৮) এস কে সেন
৬৯) মফিজ উদ্দীন
৭০) অমূল্য কুমার চক্রবর্তী
৭১) আতিকুর রহমান
৭২) গোলাম সরওয়ার
৭৩) আর সি দাশ
৭৪) মিহির কুমার সেন
৭৫) সালেহ আহমদ
৭৬) অনীল কুমার সিংহ
৭৭) সুশীল চন্দ্র শর্মা
৭৮) এ কে এম গোলাম মোস্তফা
৭৯) মকবুল আহমদ
৮০) এনামুল হক
৮১) মনসুর (কানু)
৮২) আশরাফ আলী তালুকদার
৮৩) লেঃ জিয়ায়ুর রহমান
৮৪) লেঃ কঃ জাহাঙ্গীর
৮৫) বদিউল আলম
৮৬) লেঃ কঃ হাই
৮৭) মেজর রেজাউর রহমান
৮৮) মেজর নাজমুল ইসলাম
৮৯) আসাদুল হক
৯০) নাজির উদ্দীন
৯১) লেঃ নূরুল ইসলাম
৯২) কাজল ভদ্র
৯৩) মনসুর উদ্দীন
অন্যান্য
৯৪) জহির রায়হান (সাহিত্যিক)
৯৫) পূর্ণেন্দু দস্তিদার (সাহিত্যিক)
৯৬) ফেরদৌস দৌলা (সাহিত্যিক)
৯৭) ইন্দু সাহা (সাহিত্যিক)
৯৮) মেহরুন্নেসা (সাহিত্যিক)
৯৯) আলতাফ মাহমুদ (শিল্পী)
১০০) দানবীর রণদাপ্রসাদ সাহা
১০১) ধীরেন্দ্র নাথ দত্ত (রাজনৈতিক নেতা)
১০২) যোগেশ চন্দ্র ঘোষ (আয়ুর্বেদ শাস্ত্রী)
১০৩) শামসুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার)
১০৪) মাহবুব আহমদ (সরকারি কর্মচারী)
১০৫) খুরশীদ আলম (ইঞ্জিনিয়ার)
১০৬) নজরুল ইসলাম (ইঞ্জিনিয়ার)
১০৭) মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার)
১০৮) মহসিন আলী (ইঞ্জিনিয়ার)
১০৯) মুজিবুল হক (সরকারি কর্মচারী)
শহীদ শিক্ষাবিদ (বিশ্ববিদ্যালয় ছাড়া) ও আইনজীবীদের জেলাওয়ারী পরিসংখ্যান:
কিছু বলার ভাষা নাই আমার, বলার খুব বেশি প্রয়োজন ও নেই মনে হয়.... ওনাদেরকে শত সহস্র বিনম্র শ্রদ্ধা ... আর পোস্টটি সেসব বুদ্ধিজীবিদের প্রতি উত্সর্গিত.....
শহীদ বুদ্ধিজীবিদের বিষয়ে বহুল তথ্য সমৃদ্ধ বিশ্লেষণধর্মী একটি লেখা
(বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্যগুলোতে যদি কোনরূপ ত্রুটি থাকে ক্ষমা করবেন, আর মন্তব্যে কারেকশন দিতে ভুলবেন না দয়া করে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।