আমাদের কথা খুঁজে নিন

   

নেশা

আমি একজন সাংবাদিক নেশার বিষে আজ ধবসে আমি, নেশার কারনে আজ নিশি পথে নামি। নেশার বিষক্ত ছোবল গাথা মোর দেহে, বিকৃতি অবিরত নেশার মোহে। অর্থ যোগানে আমি ব্যর্থ যখন, হাতছানি দেয় নেশা বারবার তখন। নেশার টানে চলি এপার-ওপার, পোড়ে নাকো টাকা আর অর্থ ভাটার। নেশার ডাকে আজ ছাড়লাম বাড়ি, ছাড়তে পারি সবি নেশা নাহি পারি।

পথে-ঘাটে শুয়ে থাকি স্বপ্নে রাজা, ঘুমাতে পারিনা কভু না খেলে গাঁজা। ঘুম ভেঙ্গে উঠে দেখি নেশা ছোড়ে ঢিল, বারবার বলে মোরে খাও ফেন্সিডিল। নেশা সরদার আসনে বসে বাজায় যখন বিন, ছুটি তার পানে চাই হিরোইন। সর্বদা ভাসে মোর নেশার তরী, অর্থ প্রয়োজনে করি ডাকাতি-চুরি। ফুটপাতে শুয়ে থাকি নেশাই আপন, বুঝিতেছি এ ব্যথা বৃদ্ধ যখন।

বাড়ি নাই ঘর নাই আজ বর্সহারা, কত ভালো আছি তবু নেশাকে ছাড়া। নেশা টানে মানুষেরে মরন পানে, সরনে বিশাপোকা মরে দংশনে। নেশা মোর জীবনের বিরাট তি, বসে বসে ভাবি মোর এই পরিনতি? বারবার নেশাদার বলি তোমারে, নেশামুক্ত জীবন গড়ো জগৎ সংসারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।