মাদকে নয় তো নেশা, নেশা হয় নারীতে- এ নেশায় পড়িলে তো পারিবেনা ছাড়িতে। নেশা হয় আরো জেনো ইডিয়ট বক্সে, কেউ দেখ ডুবে থাকে ডার্টি জোক্সে! ফেসবুকে নেশা যার দেয় শুধু লাইক-পোক, না জেনেই LOL দেয় হোক সেটা গণশোক। আড্ডাতে যার নেশা কাজে মন বসে না, অফিস-টা ক্লোজ থাক- এই তার বাসনা। কারো নেশা গরু-চুরি তারা হল ছোট চোর পুকুরটা চুরি করে কারো কাটে নেশা-ঘোর। সবচেয়ে ভালো নেশা করে যাওয়া ভালো কাজ- এ নেশাতে ক্ষতি নেই, নেই কষ্ট ও লাজ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।