আমাদের কথা খুঁজে নিন

   

নেশা

আমার ব্যক্তিগত ব্লগ

নেশা বলতে আমার খারাপ নেশাকেই বুঝে থাকি। তবে নেশা ভালো কাজেও হয়। কারো থাকে পরোপকারী নেশা, স্লীম হবার নেশা, কাজের নেশা, বই পড়ার নেশা, গবেষনার নেশা, লেখার নেশা, রুপ চর্চার নেশা (এটা অবশ্যই ভালো, না হলে সুন্দর মানুষ পেতেন এতো?) কত কিছু। আর ব্লগিং? এটাও নেশা। তবে এটা বোধহয় ভালো খারাপ ২টাই হতে পারে।

তবে নেশা শব্দটা ব্যবহার না করে হবি বা অভ্যাস বলতে পারতাম। নেশা বলার অর্থ হলো এটা স্বাভাবিকের সীমাকে অতিক্রম করেছে। অতি মাত্রা যে কোন কিছুর জন্য খারাপ হতে পারে। যেমন অতিরিক্ত কাজের নেশা থাকলে স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একবার বিছানায় পরে গেলে আর কাজ চালানো সম্ভব নাও হতে পারে।

আমাকে একজন বলেছিল আমার চায়ের নেশা আছে। আমি বললাম আমি দিনে ২ বারের বেশি চা খাইনা, এটা নেশা কেন হবে? যে দিনে ২০/২৪ বার খায়, তার ক্ষেত্রে বলতে পারো। ও বলল, চা না খেলে তোমার খারাপ লাগে? আমি বললাম, হমম, মাথা ব্যথা করে। ও বলল, তাহলে? যত যাই বলুক, দিনে ২ মগ চা খেয়ে আমি মোটেও নিজেকে চা খোর ভাবতে পারছি না। নেশা যদি হয়েও থাকে তো এটা ভালো নেশা..


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।