আজ আমি হিংস্র মানবতার উপর শতাব্দী পুরানো লাসের গন্ধ পাই গন্ধ পাই সেই অপরূপা নারীর লজ্জায় পোড়া দেহ হতে মৃগনাভীর শুনতে পাই শব্দ সেই ভয়ানক ক্রন্দনের পালাক্রম ধর্ষনে যে নারীর জড়ায়ু আজ বিদ্ধস্ত চোখে ভেসে ওঠে অবারিত রক্তের স্রোত। বৃথা যায় নি সেই রক্ত স্বাধীন বাংলার প্রতিটি প্রান্তে আজ তার বিজয় কেতন আজ আবার উথান ঘটেছে নব্য বাদীদের পদ পৃষ্টে দলে যাচ্ছে আমার মায়ের ভাষা স্বপ্ন বিভোর স্বাধীন বাংলাদেশের আকাংখ্যা বাঙালি জাতির প্রাচীন সভ্যতা বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতি পুরোনো হিংস্র শকুনের চেয়ে লোভাতুর চোখে কামুখ হায়েনার মত উত্তেজিত বাসনায়। আজ নাবিক ছোটে পথহীন পথে পথের সন্ধানে আজ স্বপ্ন দেখে ধ্বংশ স্তুপে জন্ম নেওয়া শিশু, বিদ্ধস্ত মায়ের শাড়ীর আঁচলে আজ হাত বাড়ায় চিবুকে পাপীর ছেটে দিতে তার ডালপালা আজ থামবার নয় এগিয়ে যাওয়ার সময় এগিয়ে যেতে হবে সভ্যতা বিনির্মানের শেষ প্রান্তে গড়তে হবে বাঙালির বাংলা মায়ের স্বপ্নের শোষনহীন স্বাধীন বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।