আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক মূল্যবোধ

জীবন খুব সুন্দর। এই সুন্দর জীবন মানুষ একবারই পায় উপভোগ করার জন্য। কিন্তু এ দেশে এ সমাজে কিছু মানুষ আছে যারা এ জীবনকে নিয়ে ছিনিমিনি খেলে, যারা নিজেরাও ভালো থাকে না, নিজের জীবনটাকে ধ্বংস করে সেইসঙ্গে অন্যজনকেও নষ্ট করে। ভালো কিছুর মধ্যে থেকেও যারা বিষাক্ত কীটে পরিণত হয়, যে কীট শুধু বিষ ছড়াতে পারে। যার ফলে প্রতিদিনই আমরা পড়ছি, জানতে পারছি- কলেজ-বিশ্ববিদ্যালয়গামী কিছু ছাত্র নামধারী সন্ত্রাসী তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড কীভাবে বজায় রাখছে এবং কীভাবে নৃশংসভাবে ছাত্র খুন করছে! যাদের হাতে কলম থাকার কথা তারা কথায় কথায় আজ অস্ত্র তুলে নিচ্ছে।

স্বাধীনতাযুদ্ধের সময় এদেশের তরুণ সমাজ ও ছাত্ররা যখন দেশকে বাঁচাতে অস্ত্র তুলে নিয়েছিল, নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল তখন এবং এখন পর্যন্ত তা আমাদের গর্বের বিষয়। সত্যিই অবাক হতে হয়, স্বাধীনতাযুদ্ধের সময়ের তরুণ সমাজের মানবিক মূল্যবোধ ও আজকের তরুণ সমাজের মানবিক মূল্যবোধের পার্থক্য দেখে। শুধু কি তাই? মানবিক মূল্যবোধের অবক্ষয়ে আজ স্বামীর হাতে নির্যাতিত হচ্ছেন রুমানা মঞ্জুরদেরমতো উচ্চ শিক্ষিত নারীদেরমত সব্ধরনের নারীরা। ইভটিজিং-এর কারণে ঘটছে আত্মহত্যার ঘটনা। এই সমাজে অ্যাসিড সন্ত্রাস, যৌতুক, ধর্ষণ, অপহরণ ঘটে চলেছে নির্বিঘ্নে।

দু-এক দিন এসব ঘটনা নিয়ে মাতামাতি চলে। তারপর আবার নতুন কোনো ঘটনার জন্ম হয়। এর শেষ কোথায় কে জানে? দিন দিন যেভাবে মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে তাতে করে ভবিষ্যতে এদেশের মানুষের ওপর কী ধরনের বিপর্যয় ঘটবে তা বলা কঠিন এবং তা চিন্তা করলেও আতঙ্কিত হতে হয়! যে রোগগুলো এ সমাজে ছড়িয়ে পড়েছে তা আমরা জানি। এর প্রতিকারের জন্য যে ওষুধ দরকার তাও বোধহয় আমাদের অজানা নয়। শুধু আমাদের মধ্যে সেই সুদক্ষ ডাক্তার নেই, যিনি এটার সঠিক মাত্রার ওষুধ প্রয়োগ করে এই রোগগুলোকে নির্মুল করতে পারেন।

যতোই দিন যাচ্ছে সমাজের কিছু মানুষ যেন আরো বেশি অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। আর যার প্রভাব পড়ছে গোটা দেশবাসীর ওপর। তাই সময় এসেছে আমাদের সামাজিক, নাগরিক ও জাতীয় জীবনে মানবিক মূল্যবোধগুলোকে জাগিয়ে তোলার, আত্মসচেতন করে তোলার। মানুষের চিন্তা-ভাবনা ও চেতনার মধ্যে নম্রতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার। আর এটাই পারে সমাজ থেকে রাষ্ট্রীয় জীবন থেকে সমস্ত সহিংসতা দূর করতে।

এজন্য সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মানবিক মূল্যবোধগুলোকে কাজে লাগিয়ে দেশকে, দেশের মানুষকে সমস্ত সহিংসতা থেকে রক্ষা করবো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।