আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক অযোগ্যতাসমূহ

ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।

মানুষ কি আমি?চোখ নাক মুখ দুইপাশে ঝোলানো পাঁচ আঙ্গুলে হাত সবই হিসেব মেলানোর অপচেষ্টা ।কোনো বোধ আকাশে বেধে মেঘ হয় কোনো চিন্তা সমুদ্র নীলে ঝিনুক হয় কোনো বাঁকানো দৃষ্টি সবুজ হয়ে ছড়ায় ক্রান্তীয় সবুজে ।তবুও কি মানুষ আমি ? এখন দাড়িপাল্লায় মাপে ম্যানহোলে আজন্ম পতন ঘৃনা জন্মে কাগজে কলম পরে থাকে পচে যায় কাগজ কলম মাতে বিকৃত যৌনতায়;কবিতা জন্মায় পিতৃপরিচয়হীন গর্ভপাত হয় মনের ফুটে ওঠার আগেই সপ্তম মাসে প্রিম্যাচিউর ক্ষুদ্রাকৃতি নবজাতক মানব মন । এই বায়ুমন্ডলে মানুষ হয়ে ওঠা হয় না মানুষের মানুষ হয় না কেঊ আর আরাধ্য ভালোবাসা চাপা পরে সুন্দরের গুলিবিদ্ধ গলিত মৃতদেহের নীচে হাঁপড়ে মরে । সুতা নিয়ন্ত্রিত পাপেট হতে সুন্দরাকৃতি মানব অবয়ব পাপেটসংঘে রক্ত মাংসের মানুষ ডাস্টবিনের আবাসিক । মানুষ নই আমরা কেবল মানুষ হিসেবে অযোগ্যতাসমূহের ঢাউস বিশ্বকোষ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।