আহসান জামান কোথাও কী ছিঁড়ে গেছে, ভুল অংকে নিয়ন্ত্রণ হারিয়ে অবাক মানুষের মগজে ঢুকে গেছে পশুদল; চোখের ভাঁজ খুলে শকুনের ঠোঁটে ওড়ে হিংস্রদুপুর, কুঁরে খায় স্বপ্ন আর সুনীল শুভ্রতা। দিকেদিকে ভরে ওঠে হাহাকার। পথে পথে ক্ষিপ্তট্রাকের চাকায় পিশে ছাপা হয় খবরে মৃত্যুর শিরোনাম; তাদের নেভানো বুকের পাশে জমা থাকে অনিচ্ছার সারি সারি কথা আর আহত বেদনার চোখ উপচে চেয়ে থাকে অপেক্ষা; উপেক্ষার পচন। কোথাও কী ভুলে কেউ, মানুষের মানবিক মন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।