আমাদের কথা খুঁজে নিন

   

শরীয়তে হুকুম

হযরত ইবনে মাসঊদ রা. হইতে বর্ণিত আছে, আল্লাহ তালার নীতি এই যে, প্রত্যেক নবী আপন সঙ্গী ও যোগ্য অনুসারীদের এক জামাত রাখিয়া যান । এই জামাত নবীর সুন্নতকে কায়েম রাখে এবং যথাযথভাবে উহার অনুসরণ করে, অর্থাৎ শরীয়তে ইলাহীকে নবী যে অবস্হায় এবং যেরূপে ছাড়িয়া গিয়াছেন,তাহারা উহাকে অবিকল হেফাজত করে এবং উহাতে সামান্যতমও পরিবর্তন আসিতে দেয়না । কিন্তু উহার পর খারাবি ও ফেতনা-ফাসাদের যামানা আসে এবং এমন লোক পয়দা হয় যাহারা নবীর তরীকা ও আদর্শ হতে সরে যায় . তাদের কার্যকলাপ তাদের দাবীর বিপরীত হয় ।তারা এমন সব কাজ করে থাকে যা শরীয়তে হুকুম করা হয়নি, সুতরাং এরূপ লোকদের বিরুদ্বে যে ব্যক্তি হক ও সুন্নতকে কায়েম করার লক্ষ্যে নিজের হাতের দ্বারা কাজ নিল সে মুমিন,আর যে ব্যক্তি এইরূপ করিতে পারিলনা কিন্তু জবানের দ্বারা কাজ নিল সেও মুমিন, আর যে ব্যক্তি ইহাও করিতে পারিলনা কিন্তু অন্তরের বিশ্বাস ও নিয়তের মজবুতিকে তাহাদের বিরুদ্ধে ব্যবহার করিল সেও মুমিন। কিন্তু এই শেষ স্তরের পর ঈমানের আর কোন স্তর নাই ।এখানেই ঈমানের সীমানা শেষ হয়ে যায় ।এমনকি ইহার পর সরিষার দানা পরিমাণও ঈমান থাকিতে পারেনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।