© লেখকের অনুমতি ছাড়া এই ব্লগে প্রকাশিত কোন লেখা বা তার অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার করা যাবে না। আজ একটু পর উঠছে তথাকথিত বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা.. আর এই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নামি দামি বলিউড তারকারা..কথা সেখানে নয় বইকি কথা সেখানে..আমরা জানি আমরা এমন এক দেশে বাস করি যেখানে মানুষ দু' বেলা দু' মুঠো ভাত পায়না খাবার..দেশের উন্নয়নের নামে আমরা ওর্য়াল্ড ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছি..কিন্তু দেশের আদৌ কি কোন উন্নতি হচ্ছে?? বরং দেশের উন্নয়নের সরকার আর বড় বড় কোম্পানি গুলোর পকেট ফাঁকা কিন্তু বিলাসিতার বেলায় আমরা আগে..এদেশের মানুষের সব কষ্টার্জিত য়েসব অর্থ এতদিন লুকিয়ে ছিল উচ্চবিত্তের ইনকাম ট্যাক্স রিপোর্টের অন্তরালে তা আজ স্পনসর শিপের দোহাই..হালকা বিনোদনের দোহাই দিয়ে সেসব কালো টাকা আজ চলে যাচ্ছে বিদেশিদের হাতে..কেন এই টাকা দিয়ে চাইলে কি এদেশের উন্নয়নের অথবা দরিদ্র জনগোষ্ঠিকে কর্মসংস্থান করা যেত না???বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান টা কি দেশী আর্টিস্ট দিয়ে করা য়েত না??আমরা বাঙালী হয়ে নিজের সংস্কৃতিকে উলা..লা..লা বলে বিকিয়ে দিচ্ছি নাতো??তাহলে কোথায় আমার বাউল আর জারি সারি??আজ পাগলা বুড়ো রবীন্দ্রনাথ আর নজরুল শোনা দুরে থাক নিউ জেনারেশন এখন বাংলা গানই শোনাটা কে ওল্ড স্কুল বলে..আর অনেক ইংরেজি মাধ্যমের ছেলে মেয়েরা তো বাংলাও লিখতে পড়তে ও পারেনা..কি আর বলবো এ আর নতুন কি???সবাই বলবেন জানি এসব তো গা সওয়া হয়ে গেছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।