একজন খুব সাধারণ মানুষের পবিত্র থাকাই সবচেয়ে বড় শক্তি ভালবাসার যুদ্ধ আমার আমৃত্যু চলবে মোঃ হাবীব উল্লাহ তুমুল বৃষ্টি ঝরবে আজ ভালবাসার উৎসবে হৃদয়ে ঘন মেঘের সঞ্চার হবে বর্ণালী কারু কাজ, এসো, অশ্রুতে ভেজাই আজ আত্মার খরা, প্রজ্জ্বলিত মন, ভালবাসার প্লাবনে ধুয়ে মুছে যাক ধরা ক্লেদ, জঞ্জাল আর ঘৃণার দহন, পুস্পের বৃষ্টি হবে আজ বাসন্তী মেলায় এসো, অনুরাগের সুরে সাধি প্রাণের এস্রাজ মুখর গোধূলী বেলায়, কবিতার বৃষ্টি হবে আজ ভালবাসার উৎসবে অবিরল ধারায় বর্ণের ছন্দোময় আওয়াজ আনন্দের প্রপাত হবে, হৃদয়ে উৎকীর্ণ এক একটি শ্লোক বৃষ্টির নামতার মতোন অবিরত ঝরবে যতই ঝরুক গ্রেনেড, বোমা, গুলি, মৃত্যু, শোক ভালবাসার যুদ্ধ আমার আমৃত্যু চলবে। তুমুল বৃষ্টি ঝরবে আজ ভালবাসার উৎসবে হৃদয়ে ঘন মেঘের সঞ্চার হবে বর্ণালী কারু কাজ, এসো, অশ্রুতে ভেজাই আজ আত্মার খরা, প্রজ্জ্বলিত মন, ভালবাসার প্লাবনে ধুয়ে মুছে যাক ধরা ক্লেদ, জঞ্জাল আর ঘৃণার দহন, পুস্পের বৃষ্টি হবে আজ বাসন্তী মেলায় এসো, অনুরাগের সুরে সাধি প্রাণের এস্রাজ মুখর গোধূলী বেলায়, কবিতার বৃষ্টি হবে আজ ভালবাসার উৎসবে অবিরল ধারায় বর্ণের ছন্দোময় আওয়াজ আনন্দের প্রপাত হবে, হৃদয়ে উৎকীর্ণ এক একটি শ্লোক বৃষ্টির নামতার মতোন অবিরত ঝরবে যতই ঝরুক গ্রেনেড, বোমা, গুলি, মৃত্যু, শোক ভালবাসার যুদ্ধ আমার আমৃত্যু চলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।