আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইনস ডে বনাম জইল্যার পরাকিয়া

মননশীল,

স্বামী খইল্যা আর দুই বাচ্চা নিয়ে সুখেই ছিল জরিনা। পাশের বাড়ির আকবইরা দুবাই গেল নতুন বৌ হাসিনারে থুইয়া আর জরিনার সংসারে লাগলো আগুন। হাওয়াই শার্ট গায়ে দিয়া খইল্যা এখন হাওয়ায় ভাসে। মাসাককালি মাসাককালি----- আকবরদের বাড়ির কাছে ঘুইরা ঘুইরা এখন নাকি সে এই গান গায়। আমি না ,তার বৌ জরিনা বলে।

মেয়েরা যেমন করে আরকি। প্রথমে অভিমান । তারপর ঝগড়া । খইল্যার রাগ উঠে যায়। বৌরে চ্যালা কাঠ দিয়ে পিটায়।

জরিনা মাগো বাবাগো বলে কাদে, স্বামীকে বকে। রাগে ভাত খায়না কয়েকদিন। এভাবেই কাটে তাদের দিন। জরিনার মনে শান্তি নাই। খইল্যা- হাসিনারে নিয়া নানাজনে নানা কথা কয়।

খইল্যা বেপরোয়া। জরিনার মান অভিমানকে এখন আর পাত্তা দেয়না সে। উল্লেখ্য জরিনাকেও সে ভালবেসেই ঘরে তুলেছিলো। রমজানের ঈদ। সবার জন্য টুকটাক উপহার এনেছে খইল্যা।

জরিনার জন্যও। একখান ছাপা শাড়ি। জরিনার মন খুশ। ঈদের সময় কোন রাগ টাগ রাখতে হয়না। এ আসে,ও আসে ।

শাড়ি দেখে বলে , খইল্যার পছন্দ আছে। একজন বলে, হাসিনার শাড়িটা আরো সুন্দর। খইল্যা হাসিনারে শাড়ি দিছে শোনার পর জরিনার ঈদ শ্যাষ। খলিলের মুখের উপর শাড়ি ছুড়ে মারে। খইল্যার আবার রাগ কম নাকি।

খুব পেটায় বৌরে উঠোনে ফেলে। ঈদ বলে কথা। জরিনা রাগ ভুলে খইল্যার সাথে সন্ধি করে। বাচ্চা দুটোকে পোষাক পড়ায়, রসিকতা করে ননদদের সাথে। জরিনা-খইল্যার দিনটা ভালই কাটে।

ঈদের পরদিন । নাস্তা টাস্তা করে জরিনা গ্রামের মুদী দোকান থেকে স্বামীর জন্য দুইটা ষ্টার সিগেরেটআর বাচ্চাদের জন্য দুই প্যাকেট পটেটো চিপস আনলে খলিল মসকরা করে। ' আজ দেখি জরিনা বিবির আমার জইন্য মায়া হইছে। ' মসকরা শেষে খলিল তাস খেলতে যায়। বাচ্চাদের নিয়া জরিনা নিজের ঘরে ঢুকে খিল দেয়।

এটাই ছিল জরিনার সাথে খলিলের শেষ সাক্ষাৎ। জরিনার আত্মহনন নিয়ে তেমন কোন ঝামেলা পোহাতে হয়নি খলিলের পরিবারকে। গ্রামের চেয়্যারম্যানকে ঘুষ দিয়েছিল বলে রটনা অাছে। কিছু জামা কাপড় আর হান্ডি পাতিল মুফতে পেয়ে হাঙ্গামায় যায় না জরিনার মা-বাবা। সর্বশেষ খবর: বিশ্বস্ত সূত্রে জানিতে পারিলাম সম্প্রতি খলিল হাসিনাকে বিবাহ করিয়াছে এবং ভ্যা......লেন্টাইন দিবস উদযাপনে তারা ঢাকা আসিয়াছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.