এস এম রাকিব
একটু আগে বই মেলা যাব বলে বাসা থেকে আমাদের আবাসিক এলাকার গলি দিয়ে গলির মোড়ে দোস্ত রাজিবের বাসায় রাজিবকে ডাকতে বের হয়ে হাঁটছি ...
বা পাশের গলি দিয়ে দুটো মেয়ে আসল লাল শাড়ি পরা আর আমার পুরাই নন ভ্যালেন্টাইন বেশ ব্লু জিনস, স্কাই কালারের শার্ট। তাদের একজন আমার দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অন্যজনকে ফিঁসফিঁসিয়ে বলছে, ''এএ মনে হয় না..!'' আমার নাক বরাবর আর তাদের বা দিকের মোড়টায় দেখা গেল রিকশা থেকে কৃষ্ণবর্ণের কিম্ভুতকিমার টাইপের একটা চশমা পরা ছেলে লাল পাঞ্জাবি হাতে ছোট একটা শপিং ব্যাগ নিয়ে নামছে.. তখন মেয়েটা বলছে, ''মনে হয় ঐ টা রে!' [নাক সিঁটকানোর ইমো চোখে মুখে]''
আমি একটু মুচকি হাসি দিলাম আর বুঝলাম ব্যাপারটা ফেসবুক সাথে কিছুটা ফটোসপ সংক্রান্ত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।