আশায় আছি সমৃদ্ধ দেশের।
এই মাত্র ক্যাফেটারিয়া থেকে আসলাম। দুপুরের খাওয়ার মুডটাই নস্ট হয়ে গেল। আম্বা সরকার তথা হাসিনা লীগ যু্দ্ধাপরাধীদের বিচার করবে? খালি বটতলার কামরুইল্যারে দিয়ে ছাগলের তিন নম্বরের বাচ্চার মত ম্যা ম্যা করলেই চলবো? এই বিচার করার জন্য যেই পরিমান পূর্ব প্রস্তুতি দরকার, আন্তর্জাতিক পরিমন্ডলে যেই পরিমান প্রচারণার প্রয়োজন তার কিছুই নেই। প্রবাসে থাকার কারনে অনেক দেশের মানুষের সাথেই কথা হয়।
আজ ক্যাফেটারিয়ায় কিছু মিশরীয়, পাকিস্তানী, ভারতীয় এবং ফিলিপিনো ইন্জিনিয়ারের সাথে কথা হচ্ছিল। একজন প্রশ্ন করলো আমি গোলাম আজমকে চিনি কিনা? আমি যখন বললাম চিনি তার দ্বিতীয় প্রশ্ন তাকে অপরাধী মনে করি কিনা? তৃতীয় প্রশ্ন তার বিচার চাই কিনা? সব গুলি প্রশ্নের উত্তরে যখন হ্যাঁ বললাম তখন একযোগে সবাই আমার বিরোধিতা করতে লাগলো। জামায়াত এমন ভাবে প্রচারনা চালিয়েছে যে, এই বিচার ইসলামের বিরুদ্ধে বিচার। এমনকি ভারতীয় কিংবা ফিলিপিনোরাও(সবাই মুসলমান) আমাকে ছেঁকে ধরলো। তাদের বুঝাতে গিয়ে মেজাজটা বিলা হয়ে গেল।
জিজ্ঞেস করলাম এসব কোথায় শুনেছে? সবার উত্তর নিউজ পেপার এবং টিভির অনুস্ঠান থেকে দেখেছে। সবটা রাগ গিয়ে পড়লো বর্তমান সরকারের উপর। ইলেকশানে ভোট পাবার জন্য মানুষকে ইমোশনালী ব্লাক মেইল করার জন্য যুদ্ধাপরাধীর বিচারের কথা বলে কিন্তু একে যথার্থভাবে কার্যকর করার জন্য যেই কর্মপরিকল্পনার প্রয়োজন তার কিছুই নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।