এহহামিদা'র ব্লগ!!
নিচের কথাগুলো হচ্ছে শিশুদের সাথে আলাপচারিতায় মত্ত সরলমনা আরিফ জেবতিকের!!
কিন্তু রাষ্ট্রীয় মূলনীতিগুলো আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত, সেগুলো পুন প্রতিষ্ঠা না করলে রাষ্ট্র হিসেবে আমাদের বিকাশ হবে না । আমরা যে লক্ষ্যে রাষ্ট্র তৈরী করেছিলাম, সেই লক্ষ্যগুলো থেকে সরে গেলে তো এটি আর বাংলাদেশ থাকে না। আমরা যদি বাংলাদেশ চাই, তাহলে বাংলাদেশের ঘোষনাপত্রে আমাদের আস্থা থাকতেই হবে।
http://arifjebtik.amarblog.com/posts/111781
এই কথাগুলো বলেছিলেন শিশুদের সাথে আলাপচারিতায় মত্ত কোমলমতি আরিফ জেবতিক!! যিনি ট্যাগিংকে ভয় পান না!!
যার প্রমান পাওয়া যায় তার নিচের বক্তব্য থেকে!!
আওয়ামীলীগের ট্যাগিং নিয়ে কখনোই চিন্তা করি নি, ভবিষ্যতেও করব এমন সম্ভাবনা কম।
শিশুদের সাথে আলাপচারিতায় মত্ত আরিফ জেবতিক আমার মতই ১৯৯৬ সালে গোত্তা খেয়েছিলেন!!
এইবার দেখা যাক হাসিনা ও ওবায়দুল কাদেরের বক্তব্যের পরে আম্বা-হাম্বারা কি বলে!!
*******************************************************************
নেতা জুলাই ২৫, ২০১০ @ ১২:০৯ পুর্বাহ্ন ১
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই দুইটা ধারাতে ফিরার পক্ষে আমি, আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ফিরতে না পারলে রাষ্ট্র ধর্ম ইসলামের সাথে হিন্দু,খৃষ্টান আর বৌদ্ধকে রাষ্ট্রিয় ধর্ম বলে স্বীকৃতি দেওয়া উচিৎ।
******************************************************************
******************************************************************
ডাক্তার আইজুদ্দিন জুলাই ২৫, ২০১০ @ ১২:২২ পুর্বাহ্ন ১.১.১
@বোলারস ব্যাকড্রাইভ, একচুয়ালী নেতার বুদ্ধি আমার কাচে ভালা লাগসে
রাজনীতির মাঠে এটা ভালা বুদ্ধী
একটারে ইষ্পেশাল না কইয়া সবগুলানরে স্পেশাল বানাইয়া দিলে আর কুনো কেচাল থাকেনা। যেহেতু ৭২ রিলিজন নিউট্রালিটি নষ্ট করা হইসে একুন এডারে লাইনে আনা যায় সবগুলান ধর্মরে সিলেকট দিলে। অনেকটা আম্রিকান সংবিধানের
"ওয়ান নেশন আন্ডার গড" -ইটস আ গড বাট ডাস নট সে হু ইজ দ্যা গড
*******************************************************************
*******************************************************************
নেতা জুলাই ২৫, ২০১০ @ ১২:২২ পুর্বাহ্ন ১.১.২
@বোলারস ব্যাকড্রাইভ,
রাষ্ট্রের কোন ধর্ম থাকা উচিৎ না কিন্তু রাষ্ট্র কে যখন ধর্মের সাদ একবার পাইয়ে দিছেন তখন তার মুখ থেকে সেই সাদ কেরে নিলে শুধু মাদ্রাসার মোল্লারা না, স্যুট টাই পড়া সুশীল'রাও বেজার হবে। বাংলাদেশের ভোটের রজনীতিতে এর গুরুত্ব অনেক।
********************************************************************
********************************************************************
সিসিপাস জুলাই ২৫, ২০১০ @ ১২:৫৬ পুর্বাহ্ন ১.১.২.২
@নেতা,
নেতা, আপনার উচিত এ নিয়ে একটা বড় ধরণের পোস্ট দেওয়া এবং যথাসম্ভব এ কথাটিকে প্রচার করে যাওয়া।
********************************************************************
********************************************************************
আবু সাঈদ জিয়াউদ্দিন জুলাই ২৫, ২০১০ @ ২:২৬ পুর্বাহ্ন ১০
৭২ এর সংবিধানে ফিরে যাওয়া বলতে কি বুজাচ্ছেন - আদি সংবিধানে ফিরে যাওয়া? সেইটা সম্ভব না। ৪০ বছরে দেশের আথর্ সামাজিক পরিবর্তন হয়েছে। যেমন ধরেন ৭২ এর সংবিধানের ১ম ও ২য় সংশোধন হয়েছিলো - কারন ৭২ এর সংবিধান আতটোই আদর্শ সংবিধান ছিলো যা বাস্তবে চলনি। তাই বিশেষ ক্ষমতা আইন আর জরুরী ব্যবস্থার বিধান দেওয়ার জন্যে বঙ্গবন্ধু তার ব্যবস্থা করেছিলেন এবং তা বাস্তবতার কারনেই। সেই বিষয়টা ইতিহাসের অংশ।
তারপর অনেক পরিবর্তন হয়েছে - এখন দরকার যুগোপোযোগী সংবিধান - যা আগামী কয়েকদশক চলবে। সরকার সেই কাজটাই করছে বলে মনে করি।
আর ধর্মনিরপেক্ষতা শব্তটা এতোটাই ব্যাপক যে এর ব্যাখ্যা সবাই ইচ্ছামতো করতে পারে। তাই একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্টার জন্যে বাস্তব অবস্থার মধ্যেই রাষ্ট্রকে নিয়ে যেতে হবে।
বিসমিল্লাহ বা রাষ্ট্রধর্ম বিষয়টাও এক হিসাবে খুবই গৌন।
কানাডার সংবিধানে "ইশ্বরের বিশ্বাস"কে প্রাধান্য দেওয়া হয়েছে - কিন্তু কানাডা একটা ধর্ম রাষ্ট্র তা কিন্তু না।
আমেরিকান ডলারে ইশ্বরের বিশ্বাসকে ছেপে রাখা হয়েছে - কিন্তু তাতে আমেরিকান সমাজে ধর্মকে প্রাধান্য দিয়ে আইন কানুন হয়েছে - তা কেউ বলতে পারবে না।
এবার দেখা যাক আওয়ামীলিগের অবস্থান।
নির্বাচনী ইসতিহারের বলা হয়েছে আওয়ামীলিগ কোরান সুন্নাহ বিরোধী কোন আইন করবে না। বিষয়টা ওদের মাথায় আছে - ধর্ম নিয়ে যাতে কেউ রাজনীতি করতে না পারে সেই দিকটাও ওরা দেখবে।
আর সংবিধান ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করার কোন বিধান রাখাটাও সংবিধানের মুল চেতনার বিরোধী হবে। কানাডায়ও ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল আছে আছে গাজা খোরদের দল। ভোটারদের উপর ছেড়ে দিতে হবে বিষয়টা। আইন করে কোন মতবাদকে ধামানোর চাইতে রাজনীতি দিয়ে মোকাবেলা করা ভাল।
আইন করে সর্বহারা নিষিদ্ধ হয়েছে ৪০ বছর আগে - এখন এরা তৎপর।
অন্যদিকে বিপুল অর্থ আর ধর্ম ব্যবসা করে জামায়ত ৩৫ বছরে আসনেটা আসনে ঠেকেছে।
আপনার আওয়ামীলিগের প্রতি যে মনোভাব তাতে তো বোধা যাচ্ছে শুধু যুদ্ধাপরাধীর বিচার ছাড়া আর যা করুক তাতেই আপনি অখুশী হবেন।
********************************************************************
http://bbdrive.amarblog.com/posts/112090/
এই হইল ঘটনা!! শিশুর সাথে আলাপচারিতায় মত্ত আরিফ জেবতিক ও আম্বা হাম্বাদের কাহিনী!! একজন ট্যাগিংএর ভয় করেন না, আর বাকিগুলা এতদিন জিয়ার বিরুদ্ধাচারন করেও বেহায়ার মত এখন ডিগবাজী দিচ্ছে!! ডটু রাসেলের চোদনা মারকা অবস্থান পরিবর্তনের কারনে এই আম্বা-হাম্বারা ডটু রাসেলের পশ্চাদদেশ ছেড়াবেড়া করছে এতদিন!!! শিশুদের সাথে আলাপচারিতায় মত্ত আরিফ জেবতিক ১৯৯৬ সালে চরম ধাক্কা খেয়েও আশায় বুক বেধে থাকেন!! আম্বা-হাম্বারা ঠিকই মত্ত রাজনৈতিক লাভের আশায় মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার ধান্দায়!!
শিশুদের সাথে আলাপচারিতায় ব্যস্ত আরিফ জেবতিকদের কাছেই হয়ত এই সবই কোতুকপুর্ন এবং স্বাভাবিক!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।