আমবশ্যায় চাঁদ তুমি বর্ষায় কর নিনাদ ঝরো অঝোরে। গ্রীষ্মেতে যাও পুড়িয়ে পাহাড়, নদী-ঘাট শরতে আসে দেবী হয়ে নিয়ে অপরূপ সাজ হেমন্তে তোমায় দেখি লক্ষী টেরায় পিঠা আর পার্বনে; শীতে যাও কাঁপিয়ে ব্যাথা পাওনা আনমনে বসন্তে দাও ভাসিয়ে মিলনের আবেগে তুমি এমনি কেন? কেন নও আমার করে কেন তুমি নিজের মত করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।