যে ঘোড়ার লেজ ধরিয়া ঘোড়ার পিঠে উঠিবার জন্য দলবলে অনেকে উন্মাদ হইয়া উঠিয়াছে - তাহাতে ঘোড়ার উন্মাদনা যেমন বাড়িতেছে, তেমনি সেই উন্মাদনায় ঘোড়ার খুরের আঘাতে আঘাতে যে আগুন জ্বলিবে - তাহার আঁচ ও তাপে কতজন যে পুড়িবে - সেটার ইয়ত্তা নাই ! পাগলা ঘোড়ার পিঠে চড়িয়া আর যাই হউক মেরু ঠিক রাখিয়া মরুভূমি পার হওয়ার খোয়াব দেখা যায় না! পাদটিকা : সকলে এখনো উন্মাদ হয় নাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।