আমাদের কথা খুঁজে নিন

   

সকলে সমান.......

অনেক স্বপ্ন মনে ধরে,বার বার গিয়েছি হারিয়ে,কিন্তু ভুল করে ,প্রতিবারই এসেছি ফিরে।

আজ অদ্ভুত এক ঘটনা ঘটেছে। আগেই বলে নিচ্ছি,আমি চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র। আমি হলে থাকি। আমার দুই রুমমেট মুসা ও শান্তনু।

আমার রুমমেট মুসাকে আমরা চলমান বিনোদন বলি। সে যা করে তাই হাসির উদ্রেক করে। সে কিছুদিন পর পর রুম এ নতুন নতুন নিয়ম কানুন চালু করে। তার নতুন নিয়ম হল তার পড়ার টেবিল ও কম্পিউটারের টেবিলে অন্যের কিছু রাখা হলে তা সে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলবে। তো আমার রুমমেট শান্তনু ভুল করে তার টিশাট টেবিল এ রেখে ফেলেছিল।

মুসা তা সত্যি সত্যি বাইরে ফেলে দিল। অতঃপর তার নিয়মের কা্র্যকরণ শুরু হল। তো আমরাও তার দেখাদেখি একি নিয়ম চালু করলাম। তো এরকম করে চলতে থাকল কয়েকদিন। আমি আর শান্তনু তক্কে তক্কে আছি কখন সে তার বাবহার্য জিনিসটি আমাদের টেবিলে রাখে।

অবশেষে আজ সেই দিন যেদিন মুসা তার একটি স্টেপলার ও পাঞ্চার আমার টেবিল এ ভুল করে রেখে ফেলে। তো যথারীতি আমিও নিয়ম মান্য করে আমিও তার জিনিশগুলি ফেলে দিয়েছি। সে তো রেগে বুম,সে বলতে লাগল আমরা তাকে ধরাশায়ী করার জন্য ইচ্ছে করেই এটা করেছি । তার জিনিশগুলি আমার টেবিল এ রেখেছি । তবে নিয়ম তো নিয়মই।

তা সে নিয়ম পালনকারী ও প্রদানকারী সবার জন্য সমান। তো সে আমার মোবাইল নিয়ে লুকিয়ে রাখল। অবশেষে সে নতি সীকার করে তার নিয়ম বাতিল করল। অবশেষে আমরা আবার নিজেদের খেয়াল খুশি মত চলতে লাগলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।