<<মধ্যরাতের হাইওয়ে>>
ডেস্টিনি !
এক মহান নাম! মহান ব্রত নিয়ে বাংলাদেশের বেকার যুবসমাজকে বেকারত্বের অভিশাপ থেকে অনবরত মুক্তি দিয়ে যাচ্ছে এবং দিতে থাকবেই!!
গত বছর ডেস্টিনি নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। বলতে পারেন সেটার রিপোস্ট করছি। করতাম না, বাধ্য হলাম।
এক হীরের টুকরো ভাই, তার চেয়েও অধিকতর হীরের টুকরোদেরকে চেনার জন্য আমার সেই লেখায় একজন সম্রাটের (!) ছবি দিয়েছেন, সাথে তাদের ওয়েব পেজের লিঙ্ক। যদিও আমি সেই সম্রাটকে চিনতে পারি নাই।
। সাথে সাথে হুমড়ি খেয়ে পড়লাম। না জানি কি আছে!! লিঙ্কে প্রবেশের সাথে সাথেই বাংলাদেশের মুখ উজ্জল করা কিছু মহান মানুষের ছবি দেখতে পেলাম। যাদের নামের পাশে হীরে জলজল করছে। দেখে বুঝলাম,তেনাদেরকে ডায়মন্ড নামে ডাকা হয়!!!
সেই পোস্টটি......
ডেস্টিনি করবেন কি করবেন না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।
যদি আপনার চাপায় জোর থাকে, মানুষের সাথে ভাল চাপাবাজি করতে পারেন, তবে এর চেয়ে ভাল জায়গা আর হয় না!! সাথে বাড়ি-গাড়ি সব কিছুর মালিক হতে পারবেন। স্কুলে পড়েন কিংবা কলেজে- টাই ঝুলাতে পারেন। সমস্যা নাই। পুরাই কর্পোরেট লেভেলের এক্সিকিউটিভ আপনি। কেতাদুরস্ত, স্মার্ট, ফিটফাট ..... ঠিক নিচের ছবির মত!!!
ব্লগার "বল্টু মিয়ার" ব্লগ হতে নেয়া।
বাংলাদেশে বহু এমএলএম কোম্পানি এ পর্যন্ত এসেছে। যার অধিকাংশই জনগণের টাকা নিয়া ফুটছে। সম্প্রতি "ইউনিপে টু ইউ" নামক একটি কোম্পানি নিয়ে অনেক কথা উঠেছে। এদেরও যে কোন সময় ভাগার সম্ভাবনা রয়েছে। তবে ডেস্টিনির ভাগার সম্ভাবনা নাই।
কেননা, তারা খুব শক্তভাবে আসন গেড়ে বসেছে। যেটা আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু এদের জনগণকে এক হতে দুবছরের মাথায় মোটা অঙ্কের টাকা গড়ে দেয়ার যে প্রতিশ্রুতি, তা চাতুরি ছাড়া আর কিছুই নয়। আমার আগের পোস্টের লিখা পড়লেই বুঝবেন।
বি দ্র: কাউকে ডেস্টিনি করতে নিষেধ করছি না।
এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।