আমাদের কথা খুঁজে নিন

   

নেশা করেছেন তো মরেছেন; আই-ফোন এর অ্যাপলিকেশন ঠিক ই ধরে ফেলবে

এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না...... সম্প্রতি অ্যাপলের আইফোন এবং আইপড টাচের জন্য নতুন এক অ্যাপ্লিকেশন বের হয়েছে যা একজন মানুষ কতটুকু নেশাগ্রস্ত অবস্থায় আছেন তা বলে দিতে পারবে। খবর হাফিংটন পোস্ট-এর। নতুন এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ব্রিদালআইজ (BreathalEyes) যা আদতে প্যাটার্ন বিশ্লেষণ করে থাকে। → নেশাজাতীয় দ্রব্য পান করার পর এই অ্যাপ্লিকেশন চালু করে চোখের মণি বরাবর ক্যামেরা ধরলে অ্যাপ্লিকেশনটি চোখের মণি স্ক্যান করবে এবং চোখের হরাইজনটাল গেজ নিসট্যাগমাস (এইচজিএন) বিশ্লেষণ করবে। ►এরপর এটি নিউমেরিক্যাল বিএসি (ব্লাড অ্যালকোহল কন্টেন্ট) ফলাফল দেবে যা অ্যাপ্লিকেশনটির ডেভেলপারদের মতে সঠিক, কেবল ০.০২ শতাংশ এদিক-সেদিক হতে পারে। অ্যাপ্লিকেশনটির সবচেয়ে বড় সুবিধা হলো, ক্যালকুলেশনের জন্য এর কোনো প্রকার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। অ্যাপ্লিকেশনটি নিজেই বিশ্লেষণ করে বিএসি ফলাফল দিতে পারে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।