রাজা Conflict of interest -সংক্ষেপে প্রকাশ করে (COI) দ্বারা - যখন একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান, একটি বা একাধিক ইন্টারেষ্ট এর জন্য আগ্রহী হয় এবং উভয়ের বা একজনের কর্যকরণে উক্ত ইন্টারেষ্ট ক্ষতিগ্রস্থ হয় তাকেই সাধারণ ভাবে Conflict of interest বলা হইয়া থাকে। ইদানিং এই জিনিসটা লইয়া কর্পোরেট দুনিয়া আলোচনা হইতেছে - কিভাবে এটা সর্বনিম্ন পর্যায়ে নিয়া আসা যায় । নিজেদের অর্গানাইজেশনে এটা কমানোর জন্য অনেকে অডিটের (নিরীক্ষণ) মধ্যে নিয়া আসিয়াছে। বাংলাদেশে Conflict of interest - এর অবস্থা চিন্তা করতেছি একটা কৌতুক কই ...... এক জায়গায় একখান কাজের জন্য টেন্ডার আহব্বান করলো ...... তাতে আমেরিকান / চীনা / বাংলাদেশী ঠিকাদার তাদের দরপত্র পেশ করলো। আমেরিকান তার হিসাব নিকাশ কইরা কইলো এই কাম করতে ১০ টাকা লাগবো চীনারা বহু হিসার নিকাশ কইরা কইলো এই কাজ করতে ৭ টাকা লাগবো। বাংলাদেশী ঠিকারদার কইলো এই কাম করতে লাগবো ২২ টাকা আহব্বানকারী কোম্পানী বাংলাদেশীরে ডাকাইয়া কইলো সবই বুঝলাম - টাকার পরিমা ২২ টাকা বুঝলাম না - যেখানে অন্যরা ১০ এবং ৭ টাকায় করতে রাজী। বাংলাদেশী কইলো .. স্যার - ১০টাকা আপনের লাভ + ৫ টাকা আমার লাভ বাকী ৭ টাকা দিয়া ঐ চীনা কোম্পানীরে দিয়া কাজ করাইয়া নিমু। অতঃপর বাংলাদেশী কাজটা পাইলো । এটা নিতান্ত একটা কৌতুক... বাস্তবে Conflict of interest আরও ভয়াবহ.. একটু লক্ষ্য করো Conflict of interest প্রকাশ পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।