আমাদের কথা খুঁজে নিন

   

কি ভয়ংকর কথা "দাদন দিয়ে ডাকাত পালন"

সত্য অপ্রিয় হলেও বলতে চাই কি ভয়ংকর কথা, ডাকাত পুষছে ব্যবসায়ীরা। এই ব্যবসায়িরা ডাকাতদের মত সমাজবিচ্যুত নয় বা মদ নারী অসামাজীকতায় ডুবে পাপ রাজ্যের বাসিন্দা নয়, ভয়ংকর সত্যটা এখানেই। এই ব্যবসায়ীরা সমাজের বড় ব্যাবসায়ী, নিশ্চই নামাজ রোজা করেন, কোরবানী, যাকাত হজ্জ করতেও নিশ্চই বাদ রাখবেন না। "চাল, তেল কিংবা পোশাক বিক্রি তাদের ব্যবসা হলেও এসব পণ্য ‘সস্তায়’ পেতে ভয়ঙ্কর এক পথ বেছে নিয়েছেন কিছু ব্যবসায়ী। এ জন্য তারা রীতিমতো ডাকাত পুষছেন, ঠিক করে দিচ্ছেন- কবে কোথায় কোন চালানটি লুট করতে হবে। গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ থেকে আড়াই কোটি টাকার কাপড়সহ সাতজনকে গ্রেপ্তার পর গোয়েন্দা পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য।" "এ বিষয়ে গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাছ ব্যবসায়ীরা যেমন জেলেদেরকে দাদন বা অগ্রিম টাকা দিয়ে মাছ পাওয়া নিশ্চিত করেন, ঠিক তেমনি কিছু অসাধু ব্যবসায়ী আন্তঃজেলা ডাকাতদের আগাম টাকা দিয়ে লালন করছে, যাতে ডাকাতি হওয়া মাল তাদের হাতে পৌঁছে যায়।” " সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম অপরাধ যদি বিস্তার লাভ করে, অপরাধী আর সৎ মানুষের মধ্যে যদি সামাজীক বিভেদ না থাকে তবে আমাদের পরিণতি কি? সংবাদ সূত্র: বিডিনিউজ২৪.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।