যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ("জান্টুস" কলিং "বেইবি")
জান্টুসঃ বেইবি, কি করো!
বেইবিঃ ভাবছি জান্টু!
জান্টুসঃ কি ভাবো?
বেইবিঃ তোমার কথা!
জান্টুসঃ ওহ! হাউ কিউট! আমিও তোমার কথাই ভাবছিলাম।
বেইবিঃ ভাবছিলাম তুমি আমার জন্যে কি কি করতে পারবে?
জান্টুসঃ তুমি শুধু বলেই দেখো, তোমার জন্যে সওওব পারবো!!!
বেইবিঃ আচ্ছা, পাশের বাসার টিনার সাথে আর ফোনে কথা বলবে না! প্রমিজ?
জান্টুসঃ প্রমিজ বেইবি!
বেইবিঃ হেয়ারকাট চেঞ্জ করবা, ছোট করে ফেলো।
জান্টুসঃ তুমি যা বলবা তাইইই বেইবি!
বেইবিঃ থুঁতনি থেকে অসভ্য বিয়ার্ড সরিয়ে ফেলবা।
জান্টুসঃ এইটা... আচ্ছা বেইবি, এনিথিং ফর ইউ।
বেইবিঃ রক্ত দিয়ে চিঠি লিখতে পারবা? হার্ট খুলে হাতে দিতে পারবা?
জান্টুসঃ তুমি চাইল জান হাজির জানু!
বেইবিঃ ঠিকাছে, তাহলে আর কক্ষনো স্মোক করবা না, প্রমিজ?
জান্টুসঃ বেইবিটা না ভালো? বেইবিটা না আশিকি টু দেখে? সে কি মদ ছেড়েছে?
বেইবিঃ আআ লে কিউট কুটুটা! ঠিকাছে আশিকি টুর জন্যে মাফ, ওকে!
জান্টুসঃ আর কি বলো কলিজা?
বেইবিঃ তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিবা, আমি দেখবো।
জান্টুসঃ (নীরবতা)
বেইবিঃ কথা বলো না কেন কুটুপাখী?
জান্টুসঃ ছাগল প্লীজ! মাথায় ওঠা পর্যন্তই ঠিক ছিল, আহ্লাদে মাথায় নাচানাচি করা ঠিক না। কিচ্ছু দিতাম না মাইয়া! ব্রেক-আপ নে!
বেইবিঃ ভ্যা......ভ্যা......ভ্যা......
জান্টুসঃ : আই এম স্যরি।
বেইবিঃ (খুশী হয়ে) তাহলে পাসওয়ার্ড দিবা!?
জান্টুসঃ মর তুই! *%#$%%^$#%!@@%@$^%^^!^$$ (টুট...টুট...টুট...)
“২৪৪১১৩৯” আর কখনও খোলা পাওয়া যায়নি।
শিক্ষাঃ ইউএস এবং নারী, কোনদিনই শান্তি চায়নি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।