২৬ বছর বয়সী শারাপোভা জানান, ইউএস ওপেন থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়াটা তার জন্য ছিল খুবই কঠিন।
ফেইসবুক পেইজে এক বার্তায় শারাপোভা বলেন "উইম্বল্ডনের পর থেকে এ টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে আমি সবকিছুই করেছি। কিন্তু আমি যথেষ্ট সময় হাতে পাইনি। "
"আমি অনেক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি, অনেকে মত নিয়েছি। শেষে কাঁধের চোট পুরোপুরি সারাতে আরো সময় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে", যোগ করেন তিনি।
আগামী কয়েক সপ্তাহ কোথাও না খেলে উপযুক্ত চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন বলে শারাপোভা জানান।
উইম্বল্ডনে দ্বিতীয় রাউন্ডে বাদ পড়ার পর গত সপ্তাহে সিনসিনাটি মাস্টার্সেও দ্বিতীয় রাউন্ডে হেরে যান শারাপোভা। এর পর কোচ জিমি কর্নসকে ছাঁটাই করেন চারবার গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা।
ইউএস ওপেনে চলাকালে নিজের ব্র্যান্ডের প্রচারে নাম পাল্টে 'সুগারপোভা' রাখার পরিকল্পনাও করেছিলেন শারাপোভা। কিন্তু এর জন্য যথেষ্ট ঝক্কি-ঝামেলা পোহানোর কথা বিবেচনা করে শেষে সিদ্ধান্ত পাল্টান তিনি।
বছরের শেষ গ্র্যান্ড স্লামে খেলতে না পারলে কি হবে, নিজের কোম্পানি সুগারপোভা নিয়ে বেশ ব্যস্তই আছেন বিশ্বের সবচেয়ে ধনী এই নারী অ্যাথলেট।
মঙ্গলবার রাতে সুগারপোভার এক বছর পুর্তি উপলক্ষে নিউ ইয়র্কে সুগারপোভা এক্সেসরি কালেকশন উদ্বোধন করেন তিনি। ব্র্যান্ডের প্রসারে জাপান ও চীন সফর করারও কথা রয়েছে তার।
গত বছর প্রায় ৫ লাখ ডলার বিনিয়োগ করে সুগারপোভা কোম্পানি গঠন করেন শারাপোভা। প্রায় ১৫টি ক্যান্ডি ও মিস্টান্ন জাতীয় পণ্য তৈরি হয় এখানে।
প্রতিটি প্যাকেটের দাম ৫ ডলার। প্রথম বছরে ১৮ লাখ সুগারপোভার প্যাকেট বিক্রি হয়েছে। রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, এবং ইউরোপে ব্র্যান্ডটির প্রসারে জোর দিচ্ছেন শারাপোভা।
ফোর্বস সাময়িকীর হিসেবে বিশ্বের নারী ক্রীড়াবিদদের মধ্যে গত অর্থ বছরে সবচেয়ে বেশি আয় করেছেন শারাপোভা। ২০১২ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত শারাপোভা আয় করেছেন মোট ২ কোটি ৯০ লাখ ডলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।