আমাদের কথা খুঁজে নিন

   

ইউএস ওপেনের সেমিতে নাদাল

বুধবার রাতে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে নাদাল ৬-০, ৬-২, ৬-২ গেমে হারান রব্রেদোকে, সময় নেন মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট।
সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন রব্রেদো; কিন্তু নাদালের সামনে দাঁড়াতেই পারলেন না তিনি।
সেমি-ফাইনালে নাদাল খেলবেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকের বিপক্ষে। বুধবার অপর কোয়ার্টার-ফাইনালে চতুর্থ বাছাই স্পেনের ডাভিদ ফেরারকে হারিয়েছেন অস্টম বাছাই গ্যাসকে।
এর আগে নাদালের সঙ্গে ১০ বারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছিলেন ফ্রান্সের এই নতুন তারকা।


মেয়েদের বিভাগে সেমি-ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা। স্লোভাকিয়ার দানিয়েলা হানতুকোভাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। শেষ চারে আজারেঙ্কার প্রতিপক্ষ অবাছাই ফ্লাভিয়া পেননেত্তা।
ইতালির পেননেত্তা স্বদেশী দশম বাছাই রবের্তা ভিঞ্চিকে হারিয়ে প্রথম বারের মতো কোনো গ্র্যান্ড স্লামের সেমি-ফাইনালে উঠেছেন।
মেয়েদের অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও পঞ্চম বাছাই চীনের লি না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।