আমাদের কথা খুঁজে নিন

   

সহায্য চাই [টেকি হেল্প]

হাওয়া ম্যা উড়তা গানটা দাও। ওই টা বাকের ভায়ের হিট গান । আমি একটি Windows এর Customized CD বানাতে চাই । মানে আমি উইন্ডোজ Install দিয়ে আমার দরকারী সব সফটওয়্যার Install দিব । তার পর সফটওয়্যার সহ পুরো উইন্ডোজ কে একটি Installation Cd বানাতে চাই ।

মানে একেবারে Bootable cd বানাতে চাই । যাতে সেটা সরাসরি বুট করা যায় এবং অন্য পিসিতে ও install দেয়া যায় । কিভাবে আমি তা করতে পারি ? কেউ জানলে জানাবেন প্লিজ । হিরেন দিয়ে Windows Backup রাখা যায় But Installation cd বানানো যায় না আর গেলেও আমি জানি না । এটি কোন Software দিয়ে করা যায় ? কেউ জানলে জানাবেন এবং পারলে সফটওয়্যারের Downloading link টা দিবেন প্লিজ ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।