একটা হাহাকার লইয়া জীবন ধারন....
গত কাল মাওয়া গিয়েছিলাম জরুরী কাজে ষময় লেগেছে ৪৫ মিনিট... কাজ শেষ করে ফিরতে রাত হলো কিছু দুর আসতেই জেম যা কিনা মাওয়া রোডে এখন থাকার কথা না কারন দিনটি ছিল গত কাল রাস্তার দু পাশেই প্রচুর জেম কোন গারিই থিক মত জেতে পারছে না ৪৫মিনিটের রাস্তা হলেও ১:২০ মিনিট পার হলে ১/২ কিলো মিটার সামনে যেতে পেরেছি কিছুক্ষন পরে ওপর প্রান্ত থেকে আসা একটি গাড়ি আমাদের গাড়ির গা ঘেসে থামলো ড্রাইভার জানতে চাইলো সামনে সমস্যা কি ??? উত্তরে (টুট.... গালি) দিয়ে বল্লো দেশের ফত্তা লাগছে জোরা ব্রিজের যেখানে টোল আদায় করা হয় থিক ওই জায়গাতে দেশের ফত্তা করার জন্য চাঁদা আদায় করা হচ্ছে .. ( কুত্তার... টুট) ফত্তা করার জদি এতই শখ তোদের বাপে পকেটের টাকা দিয়া করতে পারস না আবার ( টুট টুট টুট টুট ) ভাইরে সে যে কি গালি ব্লগে প্রকাশ করা সম্ভব না ।
গাড়িটি চলে গেল সামনের দিকে শুরু হলো আমি যে বাসটিতে বসে আছি তার মধ্য .. যে যাই বলে শুরু করে ( টুট টুট ) দিয়া ..দুঃখ করে বলে রিক্রা ভারা দিয়া পরিবার নিয়া এদের কে ভোট দিছিলাম ..
এখন চাঁদাও আমরাই দিমু ....... ২:২০মিনিটে মাওয়া থেকে ঢাকা পৌচতে সক্ষম হয়েছি ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।