আমাদের কথা খুঁজে নিন

   

দুটো হৃদয়

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। জীবনটা বৈচিত্রময়, হয়ত নয় এর পরিবর্তন পরিবর্ধন হয় শেকলে বন্দী তোমার আমার ক্ষণ এই চক্রের বাইরে নয় কতটুক সময় আছে তোমার আমার একসাথে এই জীর্ণ মাটিতে একটু রঙিন করার প্রচেষ্টায় সে সময় পুরোটাই চলে যায় এক পলকে বৃষ্টিরা ঝরে যায়, এক বর্ষা থেকে আরেক বর্ষায় দুজনে ভিজে চলি হাত জড়িয়ে তবু চেনা হয়না, তবু অজানা থেকে যায় দুটো হৃদয় আজ এই অনন্তে আমি চিনতে চাই তোমায় বৈচিত্র অথবা রঙের প্রয়োজন নেই সে হবেখন, একবার তুমি হও আমার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।