আমাদের কথা খুঁজে নিন

   

বুকের ও দুটো কি ?!

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016 একদিন আমাদের শামসু এবং তিনজন আগুনের মত সুন্দরী মেয়ে অফিসে চাকরির জন্য পরীক্ষা দিতে গেল। অদ্ভুতভাবে তারা চারজন একই নাম্বার পেল পরীক্ষাতে। তো অফিস কর্মকর্তারা পরল মহাফাপরে। চাকরি পাবে যে মাত্র একজন তারা ঠিক করল একজন এ..কজন করে ইন্টারভিউ নেয়া হবে তাদের। ইন্টারভিউতে একই প্রশ্ন করা হবে তাদের।

প্রথমে ডাক পরল প্রথম মেয়েটির। তাকে জিজ্ঞেস করা হল ‘বুকের ও দুটো কি জিজ্ঞেস করার সাথে সাথে বাঘের মতো গর্জন ছাড়ল মেয়েটি। অফিস কর্মকর্তা ও তাদের চোদ্দ গুষ্টিকে দেখে নেবার কথা বলে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। দ্বিতীয় মেয়েকে একই প্রস্ন করা হল। দ্বিতীয় মেয়েটির মুখ লজ্জাতে লাল হয়ে গেল।

কোন কথা না বলে রুম ত্যাগ করল সেও। তৃতীয় মেয়েকেও একই প্রশ্ন করা হল। তৃতীয় মেয়েটি আরও অগ্নিমূর্তি ধারণ করল। অফিস কর্মকর্তাদের গালিগালাজ করে চোদ্দগুষ্টি উদ্ধার করে রুম থেকে বেরিয়ে গেল। সবার শেষে এল শামসু।

বাকি তিন মেয়ের প্রতিক্রিয়া দেখে কর্মকর্তারা বিব্রত। তবুও …,??’, জিজ্ঞেস করা হল তাকে ‘বুকের ও দুটো কি শামসু মুচকি হেসে জবাব দিল ‘স্যার . . . . . . . . ‘BOOK’ এর ‘O’ দুটো ভাওএল (Vowel) আসলে মেয়েরা একটু বেশি বোঝে। :পি মজা পাইয়াও লাইক না দেওয়া দন্ডনীয়। আসলে যা বলতে চাই, মেয়ে মানুষ মাত্রই একটু বেশিই বুঝে। আবার সোজা জিনিস বুঝতে চায় নাহ।

হে রমনী তুমি বড়ই জটিল প্রানী! আমার ‘ফেন্দু’ লিস্টে থাকা রমনীরা একটু সাইডে চাপুন। এখানে কোন প্রকার উলটো পালটা মন্তব্য করে পরিবেশ কে দূষিত করবেন নাহ। ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।